ইমরানের দাবি তাকে হত্যার নতুন পরিকল্পনার পেছনে রয়েছেন জারদারি
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পিপিপি-এর কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি পিটিআই প্রধান ইমরান খানকে গুপ্তহত্যার নতুন একটি পরিকল্পনার সঙ্গে জড়িত বলে শুক্রবার (২৭ জানুয়ারি) দাবি করেছেন ইমরান খান। খবর ডন-এর।
এজন্য জারদারি একটি 'সন্ত্রাসী দলকে অর্থও দিয়েছেন' বলে দাবি ইমরান খানের।
টেলিভিশনে প্রচারিত এক ভাষণে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, তিনি ক্ষমতা ছাড়ার পরপরই তাকে গুপ্তহত্যার পরিকল্পনা করা হয়।
'এর আগে একটি জনসমাবেশে আমি আমার সমর্থকদের জানিয়েছিলাম, আমাকে খুন করার জন্য চার ব্যক্তি পরিকল্পনা করেছিলেন… কিন্তু এসব কথা প্রকাশ করার পর তারা পিছু হটে।'
এরপর ধর্মের নামে আমাকে 'নিশ্চিহ্ন' করার জন্য 'প্ল্যান বি' তৈরি করা হয়, ওয়াজিরাবাদে তার ওপর হামলার কথা ইঙ্গিত করে বলেন ইমরান। 'কিন্তু আমি সেটা সম্পর্কেও জেনে যাই এবং দুটো জনসমাবেশে সেগুলো প্রকাশ করে দেই।'
'এখন তারা প্ল্যান সি তৈরি করেছে। এবং এর পেছনে রয়েছে জারদারি। তার দুর্নীতি করে আয় করা অর্থের অভাব নেই… সিন্ধের সরকার থেকে লুট করা অর্থ দিয়ে তিনি নির্বাচনে এমপিএ কেনেন।…'
'জারদারি একটি সন্ত্রাসী দলকে অর্থ দিয়েছে। এ সিদ্ধান্তটি তিন দিক থেকে নেওয়া হয়েছে এবং তারা পরবর্তী অপরাধটি ঘটানোর পরিকল্পনা করেছে,' ইমরান বলেন।
ইমরান আরও বলেন, যা কিছুই পরিকল্পনা করা হোক না কেন, ওয়াজিরাবাদ হামলার আঘাত থেকে সুস্থ হওয়ার পরপরই তিনি আবারও মাঠে নামবেন।
'কিন্তু আমার যদি কিছু ঘটে, তাহলে জাতির জানা উচিত এর পেছনে কারা কারা আছে… যাতে করে আমার দেশ কখনো তাদের ক্ষমা না করে।'