নেপালের পরিচয়পত্র তদারকি মন্ত্রণালয়ের মন্ত্রীর পরিচয়পত্রই অবৈধ, গেল মন্ত্রিত্বও
গত শুক্রবার নেপালের সুপ্রিম কোর্ট নেপালের সহকারী প্রধানমন্ত্রী রবি লামিছানের নাগরিকত্বের কাগজপত্রগুলোকে অবৈধ হিসেবে ঘোষণা করেছে। যার ফলে একজন আইনপ্রণেতা হিসেবে তার অধিকার বাতিল করা হয়েছে। একইসাথে তার সহকারী প্রধানমন্ত্রীর পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।
সাতদলীয় জোটের হয়ে জয়লাভ করে ক্ষমতা গ্রহণের পর স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন লামিছানে। এই মন্ত্রণালয়টিই ছিল পরিচয়পত্র তদারকির দায়িত্বে।
শুক্রবারে সুপ্রিম কোর্টের পাঁচ-সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ রুল জালি করে জানায়, ৪৮ বছর বয়সী লামিছানে তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করার পর নভেম্বরের নির্বাচনে নেপালের অবৈধ নাগরিকত্বের সার্টিফিকেট নিয়ে নির্বাচনে লড়েছেন।
লামিছানের আইনজীবি সুনীল পাখরেল রয়টার্সকে জানান, "তিনি তার মন্ত্রিত্ব হারিয়েছেন এবং তার এলাকায় একটি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।"
রাজনীতি বিশ্লেষক কৃষ্ণা খানাল বলেন, তার এই মন্ত্রিত্ব হারানোর ফলে সরকারদলীয় জোটের ভবিষ্যতে তেমন কোনো বড় প্রভাব পড়বে না।
রাজনীতিতে পা রাখার আগে জনপ্রিয় টেলিভিশন শোতে উপস্থাপনা করা লামিছানের কাছ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাখরেল জানান যে, লামিছানে এখন নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করবেন এবং দক্ষিণ নেপালের ঐ একই আসন থেকে উপ-নির্বাচনে লড়ার চেষ্টা করবেন।
সূত্র: রয়টার্স