ইকামার ডিজিটাল কপি ব্যবহার করতে পারবেন সৌদি প্রবাসীরা
সৌদি আরবে প্রবাসীদের রেসিডেন্সি পারমিট (ইকামা) নবায়ন করা হলে, এর প্রিন্ট-আউট বা মুদ্রিত কপি বহনের কোনো প্রয়োজন নেই; বরং স্মার্টফোনে একটি ডিজিটাল কপি রাখলেই চলবে বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট অফিস (জাওয়াজত)। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
জাওয়াজত জানিয়েছে, প্রবাসী বা তাদের ওপর নির্ভরশীল এবং বিদেশি কর্মীরা তাদের ইকামা নবায়নের পর এর হার্ড কপি সঙ্গে রাখার পরিবর্তে, স্মার্টফোনে ইকামার ডিজিটাল কপি ব্যবহার করতে পারবেন। এবং এর প্রিন্ট-আউট কপি নিতে জাওয়াজত অফিসে যাওয়ারও কোনো প্রয়োজন নেই।
ইস্যুর তারিখ থেকে ৫ বছর পর্যন্ত মুকিম আইডি (আবাসিক পরিচয়)-এর মেয়াদ থাকে। তবে নিয়োগকর্তার দ্বারা অবশ্যই প্রতি বছর এটি ইলেকট্রনিকালি নবায়ন করা উচিত বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
মেয়াদ শেষ হওয়ার তিন দিন পর প্রবাসীদের ইকামা নবায়নের ক্ষেত্রে জরিমানা আরোপ করা হবে। প্রথমবার এই জরিমানার পরিমাণ ৫০০ সৌদি রিয়াল এবং বিলম্বের পুনরাবৃত্তি ঘটলে জরিমানা দাঁড়াবে ১,০০০ সৌদি রিয়াল।
এর আগে, জাওয়াজত ওয়ার্ক পারমিটের সঙ্গে যুক্ত ইকামা ইস্যু এবং ন্যূনতম হিসাবে প্রতি তিনমাসে এটি নবায়ন করার কথা জানায়।
প্রয়োজনীয় ফি প্রদানের মাধ্যমে ইকামা নবায়নের এই প্রক্রিয়া প্রবাসীদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে যারা গৃহকর্মী এবং এই সংশ্লিষ্ট কাজে সৌদিতে বসবাস করছেন, তাদের জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য নয়।