ভগবদগীতা থেকে অনুপ্রাণিত এআই চ্যাটবট তৈরি করলেন গুগলের প্রকৌশলী
ওপেনএআই চ্যাটজিপিটি উন্মুক্ত করার পর মাইক্রোসফট ও গুগলের মতো কোম্পানিগুলো তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট প্রকাশ করেছে।
মাইক্রোসফট এর বিং সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটি'র মতো প্রযুক্তি এনেছে, অন্যদিকে গুগল বার্ড নামক এআই চ্যাটবটের ঘোষণা দিয়েছে। তবে কেবল বড় বড় কোম্পানিগুলোই যে এআই চ্যাটবট নিয়ে মেতেছে, তা নয়। বিভিন্ন স্টার্টআপ ও অনেক ব্যক্তিও (ডেভেলপার) নিজেদের মতো করে এ ধরনের প্রযুক্তি তৈরি করছেন।
এরকমই একটি চ্যাটবট হলো গীতা জিপিটি। এটি তৈরি করেছেন গুগলের বেঙ্গালুরুভিত্তিক একজন সফটওয়্যার প্রকৌশলী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।
সুকুরু সাই ভিনীত নামক ওই প্রকৌশলী ভগবদগীতা থেকে এ চ্যাটবট তৈরির অনুপ্রেরণা পেয়েছেন। গীতায় থাকা বিভিন্ন তথ্য অনুসরণ করে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেয় এ চ্যাটবটটি।
জিপিটি-৩ প্রযুক্তি দ্বারা পরিচালিত গীতা জিপিটি মূলত ব্যবহারকারীদেরকে তাদের নিত্যদিনের সমস্যা প্রসঙ্গে 'গীতার সঙ্গে পরামর্শ' করার সুযোগ করে দেয়। অর্থাৎ, ব্যবহারকারীর প্রশ্নের উত্তরগুলো গীতার পরামর্শ অনুযায়ী প্রদান করে এটি।
গীতা জিপিটি নিজেকে একটি 'বৈপ্লবিক চ্যাটবট' হিসেবে পরিচয় দিচ্ছে। 'গীতা জিপিটির সাহায্যে আপনি আপনার জীবনের সিদ্ধান্তগুলোর বিষয়ে একটি সহজ ও পারস্পরিক উপায়ে স্বচ্ছতা ও অন্তর্দৃষ্টি লাভ করতে পারেন,' এ বটের প্ল্যাটফর্মে এমন বার্তাই দেওয়া আছে।
এ চ্যাটবট আপনার জীবনের সমস্যা ও সেগুলোর সমাধান নিয়ে কথা বললেও এটিকে যদি আপনি ইলন মাস্ক বা বিল গেটস নিয়ে প্রশ্ন করেন, তাহলে উত্তর দিতে এর বেগ পোহাতে হতে পারে।
এ সপ্তাহের গোড়ার দিকে গুগলের সিইও সুন্দর পিচাই প্রতিষ্ঠানটির নিজস্ব চ্যাটবট বার্ডের কথা ঘোষণা দিয়েছেন।
কিন্তু প্রথম প্রকাশ্যে আসার পরই বার্ড একটি মারাত্মক ভুল করে এবং এর জন্য গুগল প্রায় ১০০ বিলিয়ন ডলার হারায়।
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা জানিয়েছেন, তাদের বিং সার্চ ইঞ্জিনের সঙ্গে জুড়ে দেওয়া 'চ্যাট' নামক চ্যাটজিপিটির মতো প্রযুক্তি গুগলের বার্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামবে। নতুন এ বিং এখনো অল্পসংখ্যক ব্যবহারকারীর মধ্যে সীমাবদ্ধ রেখেছে কোম্পানিটি।
অন্যদিকে, চীনের ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা জানিয়েছে, এটিও চ্যাটজিপিটির মতো প্রযুক্তি নিয়ে কাজ করছে। বর্তমানে এ প্রযুক্তিটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।