আদানি গ্রুপের স্পনসর করা সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করলেন তামিল কবি
পুরস্কারের মূল স্পন্সর আদানি গ্রুপ, সে কারণে পুরস্কার প্রত্যাখ্যান করলেন তামিল কবি সুকিরথারানি। খবর দ্য ওয়্যার-এর।
সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে তিনি বলেন, এ পুরস্কার নিলে তা তার আদর্শ, লেখালেখি ও দর্শনের পরিপন্থী হতো।
সুকিরথারানি বলেন, 'আমি যে দর্শনে বিশ্বাস করি এবং যে দর্শন জীবনে মেনে চলি, এই পুরস্কার নিলে তারই বিরুদ্ধাচরণ করা হবে।'
গত ৪ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে এ পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি। তামিল ভাষায় লেখা ওই পোস্টে তিনি বলেন: 'আমি গতকালই জানতে পারলাম, এ অনুষ্ঠানের মূল স্পন্সর আদানি। আদানি গ্রুপের আর্থিক সহায়তা নেওয়া কোনো সংগঠন বা অনুষ্ঠান থেকে আমি কোনো পুরস্কার নিয়ে খুশি হতে পারব না।'
এ কারণে আদানির স্পন্সরে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের ওই পুরস্কার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তামিলনাড়ুর এ দলিত কবি।
নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের নানা প্রান্তের বারোজন কৃতী নারীকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন দলিত সাহিত্য নিয়ে দীর্ঘদিন কাজ করা তামিল কবি সুকিরথারানিও।
পুরস্কার গ্রহণের বিষয়ে প্রথমে সম্মতিও জানিয়েছিলেন সুকিরথারানি। কিন্তু পরে যখন জানতে পারেন এ পুরস্কারটি আদানি গ্রুপ 'স্পনসর' করছে, তখন তা প্রত্যাখ্যান করেন।
সুকিরথারানি বিশেষ করে তামিলনাড়ুর দলিত নারীদের জীবন ও জীবনাচার নিয়ে কাজ করেন। তিনি পেশায় শিক্ষকও। এ পর্যন্ত মোট ছয়টি কবিতার সংকলন প্রকাশিত হয়েছে তারা।
সুকিরথারানির অনেক কবিতা তামিলনাড়ুর বিভিন্ন কলেজে পড়ানো হয়। ইংরেজি, মালয়ালাম, কন্নড়, হিন্দি ও জার্মান ভাষায়ও অনুবাদ হয়েছে তার কবিতা।
২০২১ সালে দিল্লি ইউনিভার্সিটি সিলেবাস থেকে সুকিরথারানির কবিতা বাদ দিলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে আদানি গ্রুপ গত কয়েক সপ্তাহ ধরে শেয়ার বাজারে কারচুপি ও জালিয়াতির অভিযোগে সমালোচনার কেন্দ্রে রয়েছে।