ইমরান প্রধানমন্ত্রী থাকলে পাকিস্তান থাকতো না: সাবেক সেনাপ্রধান, বাজওয়ার বিরুদ্ধে তদন্ত চায় পিটিআই
ইমরান খানের তেহরিক-ই-পাকিস্তান (পিটিআই) দলের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলে- এতদিনে পাকিস্তান নামে কোনো রাষ্ট্র থাকতো না বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। তিনি ইমরানকে দেশের জন্য হুমকি বলেও উল্লেখ করেন। বাজওয়ার মতে, ইমরান দেশকে ধবংসের দিকেই নিয়ে যেতেন। পাকিস্তান টুডে তার এক সাক্ষাৎকারের সূত্রে এসব কথা জানায়। খবর ইন্ডিয়া টুডে ও দ্য ডনের
সাংবাদিক জাভেদ চৌধুরীর সাথে আলাপকালে বাজওয়া অভিযোগ করেন যে, মন্ত্রিসভার এক বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে পাঞ্জাবি ভাষায় অশ্লীল গালিও দিয়েছিলেন ইমরান, যা একজন মন্ত্রি ইসলামাবাদে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে জানান। তবে ওই মন্ত্রীর পরিচয় প্রকাশ করেননি বাজওয়া। এই আলাপচারিতার বিষয়বস্তু এক্সপ্রেস নিউজে লেখা কলামে পরে তুলে ধরেছেন জাভেদ চৌধুরী।
উল্লেখ্য, বর্তমান ক্ষমতাসীন দল সেনাবাহিনী এবং বিশেষত জেনারেল বাজওয়ার সমর্থনে ক্ষমতায় এসেছে এমন অভিযোগ রয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে।
জাভেদ চৌধুরী সাবেক এ জেনারেলের কাছে জানতে চান, ক্ষমতা থেকে অপসারণের পর তিনি ন্যাশনাল এসেম্বলি থেকে ইমরান খানের পদত্যাগ ঠেকিয়েছেন কিনা। উত্তরে বাজওয়া 'হ্যাঁ' বলেন। চৌধুরী লিখেছেন, বাজওয়া ইমরানকে বলেন, 'আপনি এক ম্যাচ হেরেছেন, এখনও পুরো সিরিজ বাকি, আপনি সেখানে প্রতিযোগিতা করতে পারেন'।
বাজওয়া ইমরানকে নাকি আরও জানিয়েছিলেন যে, পার্লামেন্টে পিটিআই এবং বিরোধীদের জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) এর মধ্যে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে সামান্যই পার্থক্য রয়েছে। তাই তিনি ন্যাশনাল এসেম্বলি থেকে পদত্যাগ না করতে ইমরানকে পরামর্শ দেন। একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশে খালেদা জিয়ার দলও (বিএনপি) রাজনৈতিক বিপর্যয়ের শিকার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এই পরামর্শের কোনো জবাব দেননি ইমরান এবং এক পর্যায়ে তার সাথে যোগাযোগ বন্ধ হয় বাজওয়ার।
পিটিআই সরকারের পতনের পেছনে তার হাত ছিল কিনা- জানতে চাইলে বাজওয়া তা অস্বীকার করেন, এবং দাবি করেন, যে সামরিক বাহিনীর একমাত্র দোষ– তারা পিটিআই সরকারকে কেন রক্ষা করেনি। ইমরান খানই সামরিক বাহিনীর হস্তক্ষেপ আশা করছিলেন বলেও অভিযোগ করেন তিনি। যদিও এ দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেননি।
এদিকে জাভেদ চৌধুরীর কলাম প্রকাশের পর সামরিক বাহিনীকে বাজওয়ার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খান। তার মতে, পিটিআই সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে বাজওয়া নিজের ভূমিকা পরোক্ষভাবে স্বীকার করেছেন। এজন্য তিনি তদন্তের দাবি জানাচ্ছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভয়েস অব আমেরিকা উর্দুকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, 'ইস্টাব্লিশমেন্ট (পাকিস্তানে সামরিক বাহিনীর পোশাকি সম্বোধন) এবং পিডিএম এরা সবাই একপক্ষে…তারা আমাদের সরকারকে হটিয়েছে। সরকারকে কেন ক্ষমতাচ্যুত করা হয়েছে সেটা একজন সাংবাদিককে বলার মাধ্যমে বাজওয়া তার সম্পৃক্ততা স্বীকার করেছেন'।
এসময় তিনি আরও অভিযোগ করেন, অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের বিষয়ে সাবেক সেনাপ্রধান যেসব নীতি গ্রহণ করেছিলেন, সেগুলোই বর্তমান রয়েছে।