আদানি, আম্বানি, টাটার সময়ের চেয়ে আমার সময়ের মূল্য বেশি: রামদেব
মুকেশ আম্বানি ও গৌতম আদানির মতো বিলিয়নিয়ার শিল্পপতিদের সময়ের চেয়ে তার সময়ের মূল্য অনেক বেশি বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব।
সম্প্রতি গোয়ায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংবাদসংস্থা পিটিআই'র বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিজনেস টুডে।
পতঞ্জলি আয়ুর্বেদ-এর প্রতিষ্ঠাতা রামদেব কর্পোরেট দুনিয়া সম্পর্কে বলেছেন, কর্পোরেটরা নিজেদের স্বার্থের বিষয়ে ৯৯ শতাংশ সময় ব্যয় করে। অন্যদিকে একজন গুরু তার সময়কে কাজে লাগান সবার মঙ্গলের কথা চিন্তা করে।
নিজের সহযোগী ও পতঞ্জলি আয়ুর্বেদের চেয়ারম্যান আচার্য বালকৃষ্ণকে অভিনন্দন জানানোর এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন রামদেব। সেখানে আরও উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবান্ত ও ইউনিয়ন মন্ত্রী শ্রীপদ নায়েক।
'হরিদ্বার থেকে এখানে আমি তিনদিনের জন্য এসেছি। আদানি, আম্বানি, টাটা, বিরলা'র চেয়ে আমার সময়ের মূল্য বেশি। কর্পোরেটরা নিজেদের স্বার্থে তাদের সময়ের ৯৯ শতাংশ ব্যয় করে, অন্যদিকে একজন গুরুর সময় হচ্ছে জগতের মঙ্গলের জন্য,' রামদেব বলেন।
পতঞ্জলিকে ধুঁকতে থাকা একটি কোম্পানি থেকে এ অর্থবছরে ৪০,০০০ কোটি রুপির রাজস্বের ফার্মে পরিণত করার জন্য বালকৃষ্ণের প্রশংসা করেন রামদেব।
পতঞ্জলির মতো সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে ভারতকে 'পরম বৈভবশালী' দেশে পরিণত করার স্বপ্ন অর্জিত হবে বলেও মন্তব্য করেন এ যোগগুরু।
এর আগে গত শনিবার রামদেব দাবি করেছিলেন, কোভিড-১৯ মহামারির পর ভারতে ক্যন্সাররোগীর সংখ্যা বেড়ে গেছে। কিন্তু চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ দুইয়ের মধ্যে কোনো সহ-সম্পর্ক নেই এবং ক্যান্সারের রোগীর সংখ্যাবৃদ্ধি একটি স্বাভাবিক ঘটনা।
ভারতে বছরে পাঁচ শতাংশ করে ক্যান্সাররোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।