চীনের বৈদেশিক লেনদেনে ডলারকে ছাড়িয়ে সর্বাধিক ব্যবহৃত মুদ্রা হয়ে উঠেছে ইউয়ান
মার্চ মাসে চীনের বৈদেশিক লেনদেনের সর্বাধিক ব্যবহৃত মুদ্রা হয়ে উঠেছে ইউয়ান। সরকারি তথ্য অনুযায়ী, ইউয়ান এবারই প্রথম ডলারকে ছাড়িয়ে গিয়েছে। ইউয়ানকে আন্তর্জাতিকভাবে ব্যবহারের জন্য বেইজিংয়ের প্রচেষ্টাকে অবশেষে ফলপ্রসূ হতে দেখা যাচ্ছে।
ফরেন এক্সচেঞ্জের স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যের ভিত্তিতে রয়টার্সের হিসাব অনুযায়ী, ইউয়ানের মাধ্যমে ক্রস-বর্ডার লেনদেন মার্চ মাসে রেকর্ড ৫৪৯.৯ বিলিয়ন ডলারের সমান হয়েছে, যা এক মাস আগে ৪৩৪.৫ বিলিয়ন ডলার ছিল।
রয়টার্সের হিসাব অনুযায়ী, চীনের ক্রস-বর্ডার লেনদেনগুলোতে ৪৮.৪% ইউয়ান ব্যবহার করা হয়েছিল, যেখানে ডলারের শেয়ার এক মাস আগের ৪৮.৬% থেকে ৪৬.৭%-এ নেমে এসেছে।
চীন দীর্ঘদিন ধরেই তাদের মুদ্রার ব্যবহার আন্তর্জাতিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ক্রস-বর্ডার লেনদেনের জন্য ইউয়ানের ব্যবহারে জোর দিয়ে আসছে।
বৈশ্বিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার তুলনামূলক অনেক কম হলেও এর পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
সুইফট থেকে পাওয়া তথ্যানুযায়ী, মার্চ মাসে ট্রেড ফাইন্যান্সের জন্য বৈশ্বিক মুদ্রা লেনদেনের ইউয়ানের শেয়ার বেড়ে ৪.৫% হয়েছে, যেখানে ডলারের পরিমাণ ছিল ৮৩.৭১%।