বাইডেনকে নিকি হ্যালির উপহাস: 'যা বয়স পাঁচ বছর বাঁচবেন না!'
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সম্ভবত আগামী ৫ বছরের বেশি বাঁচবেন না! এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী নিকি হ্যালি। খবর এনবিসি নিউজের।
গত বুধবার বিপক্ষ ডেমোক্রেটিক দলের ৮০ বছর বয়সী বাইডেনের বয়স নিয়ে প্রকাশ্যেই এ মন্তব্য করেন ৫১ বছর বয়সী নিকি। আগামী বছরের নির্বাচনে বাইডেন জয়ী হলে দ্বিতীয় মেয়াদ পূরণের আগেই বয়সজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে মনে করেন নিকি হ্যালি।
এক্ষেত্রে পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে উল্লেখ করেন নিকি।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকি বলেন, "বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এতে করে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে, বাইডেনকে ভোট দেওয়া মানে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা। কেননা বাইডেন ৮৬ বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে আমার মনে হয় না।"
সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকির এ মন্তব্য নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের ডেপুটি প্রেস সেক্রেটারি এন্ড্রু বেটস বলেন, "আপনারা জানেন যে ওয়াইট হাউজ থেকে নির্বাচনী ক্যাম্পেইন সম্পর্কে সরাসরি মন্তব্য করা হয় না। কিন্তু সত্যি বলতে, নিকি যে মনোনয়ন প্রত্যাশী, সেটা আমি ভুলেই গিয়েছিলাম।"
গত মঙ্গলবার (২৫ এপ্রিল) এক ভিডিও বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান শুরু করেছেন বাইডেন। নির্বাচনে জয়ী হলে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন তিনি।
সম্ভাব্য দ্বিতীয় মেয়াদ শেষে জো বাইডেনের বয়স হবে ৮৬ বছর, যা যুক্তরাষ্ট্রের পুরুষদের গড় আয়ুর চেয়ে প্রায় ১০ বছর বেশি।
টুইটারে ভিডিওবার্তায় বাইডেন জানান, মার্কিন গণতন্ত্র রক্ষার দায়িত্ব তার। তাই সবাইকে নিয়ে তিনি কাজটি করতে চান।
অন্যদিকে নিকি রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার জন্য নিজের নির্বাচনী ক্যাম্পেইনকে 'নতুন প্রজন্মের নেতৃত্ব' বলে উল্লেখ করেছেন।
ক্যাম্পেইন পরিচালনার শুরুতে তিনি জানান, ৭৫ বছর বয়সের বেশি রাজনীতিবিদদের মানসিক দক্ষতার পরীক্ষা দেওয়া উচিত। যদিও নিকির এ দাবিকে ফাস্ট লেডি জিল বাইডেন 'হাস্যকর' বলে অভিহিত করেছেন।
অন্যদিকে নির্বাচনী ক্যাম্পেইনে বাইডেনকে সুস্থ ও স্বাভাবিকভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এমনকি ক্যাম্পেইনের ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টকে জগিং করতেও দেখা গেছে।
একইসাথে চার মাস সময় ধরে বাইডেন ঠিক কত জায়গায় ভ্রমণ করেছেন, সেটি স্প্রেডশিট আকারে তুলে ধরা হয়েছে। বাইডেনের এই ভ্রমণের পরিমাণ ২০১২ সালে বারাক ওবামার নির্বাচনী ক্যাম্পেইনের সময়কালের ভ্রমণের চেয়েও বেশি।
গত বুধবার নিজের বয়স সম্পর্কে বলতে যেয়ে বাইডেন বলেন, "বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার আগে এ ব্যাপারটি নিয়ে গভীরভাবে ভেবেছি। আমি আসলেই ভালো বোধ করছি।"