গোলাবারুদের অভাব: বাখমুত থেকে ওয়াগনার গ্রুপকে সরিয়ে নেওয়ার হুমকি প্রিগোজিনের
গোলাবারুদ নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিরোধের কারণে ইউক্রেনের বাখমুত শহর থেকে বুধবারের (১০ মে) মধ্যে ওয়াগনার গ্রুপের সেনাদের সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন মার্সেনারি সংগঠনটির নেতা ইয়েভজেনি প্রিগোজিন। খবর বিবিসি'র।
এর আগে নিহত সৈনিকদের লাশের মধ্যে হাঁটতে হাঁটতে প্রিগোজিনকে প্রতিরক্ষা কর্মকর্তাদের আরও রসদ সরবরাহ করতে বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। তারপরই সেনা সরিয়ে নেওয়ার এ ঘোষণা দিলেন তিনি।
বাখমুতের কৌশলগত গুরুত্ব নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও গত কয়েক মাস ধরে শহরটি দখলের চেষ্টা করছে রাশিয়া।
'শোইগু! গেরাসিমভ! গোলাবারুদ… কই?... এরা এখানে স্বেচ্ছায় এসেছে তোমাদের জন্য মরতে, আর তোমরা নিজেদের অফিসে বসে ভুঁড়ি বাড়াচ্ছ,' প্রিগোজিন বলেন।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইহু ও চিফ অভ দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ প্রায়ই প্রিগোজিনের রোষানলে পড়েছেন।
প্রচারণা পছন্দ করেন প্রিগোজিন। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে তার প্রভাব কমে যেতে দেখা গেছে। এর আগেও নানা হুমকি দিয়েছিলেন তিনি, কিন্তু পরে সেগুলোর বাস্তবায়ন না করে কৌতুক হিসেবে দাবি করেন।
গত সপ্তাহে একজন যুদ্ধপন্থী রুশ ব্লগারকে তিনি জানিয়েছিলেন, বাখমুতে ওয়াগনার যোদ্ধাদের বুলেট প্রায় শেষের দিকে এবং তাদের কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ প্রয়োজন।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ঘাটতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া না হলে মার্সেনারিরা পিছু হটতে অথবা যুদ্ধক্ষেত্রে অবস্থান করে মারা পড়তে বাধ্য হবে। 'এরপর আমাদের আমলারা যা-ই করতে চান না কেন, বাকি সবকিছুও ধ্বংস হবে,' বলেন তিনি।
বাখমুতের যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার প্রাণহানির ঘটনা ঘটেছে। শহরটি দখলের জন্য ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে একত্রে মুখোমুখি হয়েছে রাশিয়ান বাহিনী ও ওয়াগনার সেনারা।
রাশিয়াকে যেন কম গুরুত্বের এ যুদ্ধক্ষেত্রে ব্যস্ত রাখা যায়, তাই ইউক্রেনও বাখমুত রক্ষা করতে মরিয়া হয়ে যুদ্ধ করছে।
প্রিগোজিন জানান, মঙ্গলবার (৯ মে) রাশিয়ার ভিক্টরি ডে উদযাপন কথা মাথায় রেখে বুধবার পর্যন্ত বাখমুতে থাকতে রাজি হয়েছে তার সৈন্যরা।
রুশ গণমাধ্যম আরটি-এর খবরে বলা হয়েছে, প্রিগোজিন রাশিয়ান সৈন্যদেরকে ওয়াগনার মার্সেনারিদের ছেড়ে যাওয়া অবস্থানের দায়িত্ব নেওয়ার আহ্বান করেছেন।
তিনি দাবি করেন, ৯ মের মধ্যে বাখমুত দখল করার কথা ছিল তার বাহিনীর। কিন্তু গত ১ মে থেকে 'প্যারামিলিটারি আমলারা' তার বাহিনীকে প্রায় সব ধরনের আর্টিলারি গোলাবারুদ থেকে বঞ্চিত করছে।
এর আগে ফেব্রুয়ারি মাসেও মৃত সৈনিকদের ছবি পোস্ট করে রাশিয়ান সশস্ত্রবাহিনীর প্রধানদেরকে ওই প্রাণহানির জন্য দায়ী করেন প্রিগোজিন। তবে রুশ বাহিনী ওয়াগনারকে ইচ্ছা করে গোলাবারুদ না দেওয়ার কথা অস্বীকার করেছিল তখন। অবশ্য সে সময় ফ্রন্ট লাইনে রসদ সরবরাহ বাড়িয়েছিল রাশিয়ান কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রভিত্তিক সামরিক বিশ্লেষক রব লি ধারণা করছেন, ইউক্রেনের আসন্ন পাল্টা আক্রমণের আগে গোলাবারুদ রেশনিং শুরু করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তিনি টুইটারে লেখেন, রুশ মন্ত্রণালয়কে পুরো ফ্রন্টলাইনের প্রতিরক্ষা নিয়ে ভাবতে হয়। অন্যদিকে প্রিগোজিনের একমাত্র মাথাবাথ্যা কেবল বাখমুত।