মেরে ফেলা হলো ‘পৃথিবীর অন্যতম বয়স্ক’ বুনো সিংহ লুনকিতোকে
পৃথিবীর সবচেয়ে বয়স্ক বুনো সিংহগুলোর একটি মারা গেছে। খবর বিবিসির।
লুনকিতো নামের ১৯ বছর বয়সি সিংহটি গত বুধবার রাতে কেনিয়ার একটি গ্রামে গবাদিপশু শিকার করতে গিয়ে রাখালদের বর্শার আঘাতে মারা যায়।
গ্রামটি দক্ষিণ কেনিয়ার আমবোসেলি ন্যাশনাল পার্কের সীমান্তঘেঁষা।
সংরক্ষণ গ্রুপ লায়ন গার্ডিয়ান জানিয়েছে, লুনকিতো ছিল 'আমাদের ইকোসিস্টেম এবং সম্ভবত আফ্রিকায় সবচেয়ে বয়স্ক পুরুষ সিংহ।'
ওয়ার্ল্ড ওয়াইল্ডলাফি ফেডারেশনের তথ্যমতে, পৃথিবীর প্রায় সব সিংহের বাসই আফ্রিকায়। অল্প কিছু সিংহের বাস ভারতে।
কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস (কেডব্লিউএস)-এর মুখপাত্র পল জিনারো বিবিসিকে বলেন, লুনকিতোর অনেক বয়স হয়েছিল এবং সে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। পার্ক থেকে খাবারের সন্ধানে ঘুরতে ঘুরে সিংহটি গ্রামে চলে গিয়েছিল।
লুনকিতোই কেনিয়ার সবচেয়ে বয়স্ক সিংহ কি না, তা নিশ্চিত করতে পারেননি জিনারো। তবে তিনি বলেছেন, সিংহটি 'খুব বয়স্ক' ছিল।
অধিকাংশ সিংহ প্রকৃতিতে প্রায় ১৩ বছর বাঁচে। তবে বন্দি অবস্থায় এরা আরও অনেক বেশিদিন বাঁচতে পারে।