রাজধানীর কেন্দ্র পুনর্নিমাণের উদ্যোগে নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং লোকসভার (এলএস) স্পিকার ওম বিড়লা আগামী রোববার (২৮ মে) দেশটির নতুন সংসদ ভবন উদ্বোধন করতে যাচ্ছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান দুই পর্বে অনুষ্ঠিত হবে। খবর হিন্দুস্তান টাইমসের।
অনুষ্ঠানের শুরুতে বিশিষ্টজনেরা নতুন পার্লামেন্ট ভবনের লোকসভা এবং রাজ্যসভার কক্ষ পরিদর্শন করবেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা রয়েছে দুপুরে। নিম্নকক্ষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই পর্ব শুরু হবে।
ব্রিটিশ শাসনযুগের পুরাতন ভবনকে ২.৪ বিলিয়ন ডলার ব্যয়ে পুনর্নিমাণ করেছে ভারত সরকার। ঔপনিবেশিক ধাঁচ মুছে ফেলে ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও হিন্দুত্ববাদী ছাপ ফুটে উঠেছে নতুন সংসদ ভবনে। এক প্রতিবেদনে এমনিটিই উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
যেভাবে উদ্বোধন করা হবে নতুন সংসদ ভবন
ভারতের নতুন সংসদ ভবনে মহাত্মা গান্ধী মূর্তির পাশে একটি ছাউনির ভিতরে শাস্ত্রীয় রীতির পালনের মাধ্যমে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী মোদি, এলএস স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশসহ সিনিয়র মন্ত্রীরা অনুষ্ঠানে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
অনুষ্ঠানের পর বিশিষ্ট ব্যক্তিরা নিম্ন ও উচ্চকক্ষ প্রাঙ্গণ পরিদর্শন করবেন। স্পিকারের আসনের পাশে লোকসভা কক্ষেও পবিত্র 'সেঙ্গল' স্থাপন করা হবে।
শাস্ত্রীয় রীতি পালনের মধ্য দিয়ে 'সেঙ্গল' স্থাপন করা হবে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তামিলনাড়ুর পুরোহিত এবং সেঙ্গলের নাকশাকারক স্বর্ণকার।
সকাল সাড়ে ৯টার দিকে প্রথম পর্ব শেষ হওয়ার পর দুপুরে শুরু হবে দ্বিতীয় পর্ব।
এ পর্যায়ে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বক্তব্য রাখবেন। তিনি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের পক্ষেও একটি লিখিত অভিনন্দন বার্তা পড়ে শোনাবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একটি লিখিত বার্তাও পাঠ করা হবে।
ঐতিহাসিক এই অনুষ্ঠানে একটি মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বক্তৃতার পরে লোকসভার মহাসচিব ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন।
তবে নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নরেন্দ্র মোদি এই ভবন উদ্বোধনে আমন্ত্রিত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। দেশের রাষ্ট্রপতিকে এই ভবন উদ্বোধন করতে আমন্ত্রণ না করে কেন দেশের প্রধামমন্ত্রীকে দিয়ে এই উদ্বোধন করানো হচ্ছে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই বিতর্কে ২১ টি বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে বলে জানা গেছে।
এমনকি, রাষ্ট্রপতির হাতে ধরে নতুন সংসদ ভবন উদ্বোধনের আর্জি জানিয়ে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। তবে সেই মামলা আজ শুক্রবার (২৬ মে) খারিজ করে দিয়েছে ভারতের শীর্ষ আদালত।
এদিকে, নতুন সংসদ ভবনের প্রধান স্থপতি বিমল পাটেল, শিল্পপতি রতন টাটাসহ চলচ্চিত্র তারকা এবং ক্রীড়া ব্যক্তিত্বদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয় এএনআইয়ের প্রতিবেদনে।
মোট ২৫টি রাজনৈতিক দল এই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছে। এআইএডিএমকে, আপনা দল, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া, শিবসেনার শিন্দে দল, এনপিপি এবং এনপিএফ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে।