আর্নোকে সরিয়ে ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ফের প্রথম স্থানে চলে এসেছেন টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ফ্রেঞ্চ বিলাসবহুল পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর চেয়ারম্যান বার্নার্ড আর্নোকে সরিয়ে আরও একবার এ কৃতিত্ব অর্জন করলেন মার্কিন এ প্রযুক্তি উদ্যোক্তা। খবর সিএনএন-এর।
ব্লুমবার্গের বিলিওনিয়ার ইনডেক্স অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদের মূল্য ১৯২ বিলিয়ন মার্কিন ডলার। আর ১৮৭ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আর্নো।
গত কয়েক মাস ধরেই শীর্ষ ধনীর তালিকায় আর্নোর বেশ কাছাকছি ছিলেন মাস্ক। ব্লুমবার্গের হিসেব মতে, গত বুধবার এলভিএমএইচের শেয়ারের দরপতন হওয়ায় আর্নোর সম্পদের পরিমাণও কমে যায়। আর এতেই ৫১ বছর বয়সী মাস্ক এই ফ্রেঞ্চ ধনকুবেরকে ছাড়িয়ে যান।
অবশ্য গত ডিসেম্বরে মাস্ককে সরিয়েই শীর্ষ ধনী হয়েছিলেন আর্নো। সেই সময় এলভিএমএইচের বিলাসবহুল পণ্যের বিক্রি বৃদ্ধির সাথে সাথে কোম্পানিটির শেয়ারের দামও বেড়ে যায়।
গত মার্চের শুরুতে মাস্ক শীর্ষ ধনীর খেতাব ফিরে পেলেও টেসলার শেয়ারদর পাঁচ শতাংশ কমে যাওয়ার খুব অল্প সময়ের মধ্যেই নিজের অবস্থান হারিয়ে ফেলেন তিনি।
তিন দশকের বেশি সময় ধরে আর্নো এলভিএমএইচ-কে বিলাসবহুল শৌখিন পণ্যের পাওয়ার হাউসে পরিণত করেছেন। শ্যাম্পেইন, ওয়াইন, ফ্যাশনেবল পোশাক, চামড়াজাত পণ্য, ঘড়ি, গয়না, প্রসাধনী ও পারফিউম পণ্যের এক বিরাট সম্ভার এলভিএমএইচ।
সারাবিশ্বে এলভিএমএইচের প্রায় সাড়ে ৫ হাজার আউটলেট রয়েছে। কোম্পানিটি লুই ভিতোঁ, টিফানি, সেলিনের মতো বিশ্বের শীর্ষ বিলাসবহুল ব্র্যান্ডগুলোর সমন্বয়ে গঠিত।
চলতি বছর এলভিএমএইচের শেয়ারের দাম শতকরা বৃদ্ধি পেয়েছে ১৯.৭ ভাগ।
অন্যদিকে ব্লুমবার্গের হিসাব মতে, মাস্কের বেশিরভাগ সম্পত্তিই টেসলার শেয়ারের সঙ্গে সম্পৃক্ত। বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলার প্রায় ১৩ ভাগ শেয়ারের মালিক মাস্ক। আর চলতি বছর টেসলার শেয়ারের মূল্য শতকরা ৬৫.৬ ভাগ বৃদ্ধি পেয়েছে।
টেসলার পাশাপাশি মাস্ক অ্যারোস্পেস ম্যানুফাকচারার প্রাইভেট কোম্পানি স্পেসএক্সের সিইও। এছাড়াও বেশ কিছুদিন জনপ্রিয় মাইক্রো-ব্লগিং সাইট টুইটারের সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন এ ধনকুবের।
এরও আগে ২০২১ সালের সেপ্টেম্বরে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে শীর্ষ ধনীর আসন থেকে সরিয়ে অবস্থানটি দখল করেছিলেন মাস্ক। এরপর বহু বিতর্কের পর চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কেনার চুক্তির কয়েক সপ্তাহ পরেই শীর্ষ অবস্থান হারান তিনি।