পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, নিহত ১
অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে অবৈধ বসতি স্থাপন করা ইসরায়েলি বাসিন্দারা। গতকাল (বুধবার) হামলার এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ২৭ বছর বয়সী এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।
বসতি স্থাপনকারী প্রায় কয়েকশত ইসরায়েলি বাসিন্দা তুরমুস আইয়া শহরের ঐ গ্রামটিতে হামলা করে। একইসাথে তারা গ্রামবাসীদের বহু বাড়িঘর, গাড়ি ও ফসলি জমিতে আগুন লাগিয়ে দেয়।
এর আগে গত সোমবার জেনিনের আশপাশের এলাকায় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি ছোড়েন। এতে ছয় ফিলিস্তিনি নিহত ও ৯০ জনেরও বেশি আহত মানুষ।
এ ঘটনার ঠিক পরের দিন গত মঙ্গলবার ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে এলি বসতি এলাকায় চার ইসরায়েলি নাগরিক নিহত এবং আরও চারজন আহত হয়। রাস্তার পাশের একটি রেস্তোরাঁ ও একটি গ্যাস স্টেশনে গুলি ছুড়লে হতাহতের ওই ঘটনা ঘটে।
তারই পরিপ্রেক্ষিতে তুরমুস আইয়ার ঐ গ্রামে হামলায় ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এলিতে চার ইসরায়েলি নাগরিকের নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস।
হামাসের পক্ষ থেকে জানানো হয়, জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের জবাবে এই হামলা চালানো হয়েছে। বন্দুকধারীদের দুজনকে তাদের সশস্ত্র শাখার সদস্য বলেও দাবি করা হয়েছে।
এদিকে তুরমুস আইয়ারে নিহত দুই সন্তানের বাবা নিহত ওমর কাতিন স্থানীয় মিউনিসিপ্যালিটিতে একজন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। তিনি ইসরায়েলি হামলাকারীদের গুলিতে নিহত হয়েছেন না-কি সেনাদের গুলিতে নিহত হয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি।
নিহত ওমর সম্পর্কে তার প্রতিবেশী খামিস জেবারা বলেন, "ওমর সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় শুধু দাঁড়িয়ে ছিলেন। তিনি সেনাদের থেকে প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থান করছিলেন। তিনি একজন ভালো মনের ও শান্তিপূর্ণ মানুষ ছিলেন।"
স্থানীয় গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সৈন্যদের একটি বড় দল গ্রামটিতে ঢোকার পর ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গ্রামের ফিলিস্তিনি বাসিন্দাদের ওপর গুলি চালায়।
অন্যদিকে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সিকে রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঠানো এ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পৌঁছাতে বাঁধা দিয়েছে আক্রমণকারী ইসরায়েলি বাসিন্দারা।
শহরটির মেয়র লাফি আদিব জানান, আগুনের ঘটনায় ১২ জন নাগরিক আহত হয়েছেন। একইসাথে ৬০ টিরও বেশি গাড়ি ও ৩০ টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
মেয়র লাফি আদিব বলেন, "সৈন্যরা গ্রামে আসার পরেও হামলার প্রবণতা আরও তীব্র হয়। এছাড়াও হামলাকারীরা বিস্তীর্ণ কৃষি জমিতে আগুন ধরিয়ে দিয়েছে।"
তুরমুস আইয়া শহরের নিরাপত্তা নিশ্চিতে মেয়র আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। উল্লেখ্য যে, অঞ্চলটি বহু অবৈধ ইসরায়েলি বসতি দ্বারা বেষ্টিত এবং প্রায়শই এলাকাটি বসতি স্থাপনকারী ইসরায়েলিদের আক্রমণের সম্মুখীন হয়।