জেনিনে সামরিক অভিযান শেষ করার ইঙ্গিত ইসরায়েলের, ১০ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরের জেনিনে শুরু হওয়া সামরিক অভিযান শেষ করার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৪ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঊর্ধ্বতন সহকারী জাচি হানেবি গণমাধ্যমে এমন ইঙ্গিত দেন।
স্থানীয় ব্রডকাস্টিং কর্পোরেশন কান রেডিওকে তিনি বলেছেন, "অভিযানটি তার নির্ধারিত লক্ষ্য অর্জনের কাছাকাছি চলে এসেছে।"
গত দুই দশকের মধ্যে পশ্চিম তীরে বৃহত্তম এই সামরিক অভিযানে এখন পর্যন্ত ১০ ফিলিস্তিনি নিহত এবং অন্তত আরও ১০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া, কয়েক হাজার শরণার্থী ক্যাম্প ছেড়ে পালিয়েছেন বলে জানানো হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে।
সোমবারের (৩ জুলাই) সকাল থেকেই ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের জেনিন শহরে ড্রোন হামলা শুরু করে। অভিযান চলাকালীন শহরজুড়ে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।
ইসরায়েলি বাহিনীর দাবি, জেনিনে ফিলিস্তিনি উদ্বাস্তুদের যেই শরণার্থী শিবির রয়েছে, সেখানে অবস্থানরত ইরান-সমর্থিত সশস্ত্র দলগুলোকে নিশ্চিহ্ন করতে 'হোম অ্যান্ড গার্ডেন' শীর্ষক এই সামরিক অভিযানটি চালানো হয়েছে।
ইসরায়েলের দাবি, সম্প্রতি বন্দুক ও বোমা হামলার পাশাপাশি রকেট তৈরির প্রাথমিক প্রচেষ্টার পিছনে এই ফিলিস্তিনি সশস্ত্র দলগুলোই দায়ী।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষের সময় আহত একজন গতরাতে মারা গেছেন এবং সকালে আরও একজনের লাশ পাওয়া গেছে; এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। এছাড়া, আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের হামলায় মোট ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং তারা সবাই সশস্ত্র যোদ্ধা ছিলেন।
জেনিনের আধা বর্গকিলোমিটার আয়তনের শরণার্থী ক্যাম্পটিতে প্রায় ১৪ হাজার ফিলিস্তিনি গাদাগাদি করে বসবাস করেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এ পর্যন্ত তারা ক্যাম্প থেকে ৫০০ পরিবার বা প্রায় ৩,০০০ লোককে সরিয়ে নিয়েছে।