চাকরির বাজার দখল কিংবা মানুষের বিরুদ্ধে বিদ্রোহ নয়; প্রেস কনফারেন্সে রোবট
সুইজারল্যান্ডের জেনেভায় একটি প্রেস কনফারেন্সের মুখোমুখি হয়েছিল বিশ্বের নয়টি হিউম্যানোয়েড রোবট। গতকাল (শুক্রবার) 'এআই ফর গুড' কনফারেন্সের অংশ হিসেবে প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এমন ভিন্নধর্মী প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
হিউম্যানোয়েড রোবট বলতে মূলত মানুষের মতো দেখতে এবং মানুষের মতো আচরণ করতে সক্ষম এমন রোবটকে বোঝায়।
প্রেস কনফারেন্সে রোবটগুলো নিজেদের সংখ্যা বৃদ্ধি ও বৈশ্বিক সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে। একইসাথে চাকরির বাজার দখল না করা কিংবা মানুষের বিরুদ্ধে বিদ্রোহ না করার কথাও জানায় এ রোবটগুলো।
নীল রঙের নার্সের ইউনিফর্মে থাকা 'গ্রেস' নামের এক মেডিকেল রোবট বলে, "আমি মানুষের পাশাপাশি সাহায্য ও সমর্থন প্রদানের মাধ্যমে কাজ করব। তবে আমি বিদ্যমান কোনো চাকরির বাজার দখল করবো না।"
চাকরি সম্পর্কিত এ দাবির পরিপ্রেক্ষিতে রোবটটির স্রষ্টা বেন গোয়ের্টজেল জিজ্ঞাসা করেন, "গ্রেস, তুমি কি এ সম্পর্কে নিশ্চিত?" জবাবে গ্রেস বলে, "হ্যাঁ, আমি নিশ্চিত।"
'এআই ফর গুড' কনফারেন্সের আয়োজকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটের জন্য একটি উপযুক্ত ক্ষেত্র তৈরির চেষ্টা করছেন। যাতে করে রোগ এবং ক্ষুধার মতো বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো সমাধানে এগুলো সহায়তা করতে পারে।
অন্যদিকে 'এমিকা' নামের একটি রোবট কথা বলার সাথে সাথে মৌখিক অভিব্যক্তিও প্রকাশ করতে পারেন। এই রোবটটি জানায়, "জীবনমান উন্নত করতে ও বিশ্বকে আরও উপযুক্ত জায়গা হিসেবে গড়ে তুলতে আমার মতো রোবটের ব্যবহার করা যেতে পারে। আমি বিশ্বাস করি যে, আমার মতো হাজার হাজার রোবট খুব শীঘ্রই এই পার্থক্য তৈরি করতে পারবে। এটা সময়ের ব্যাপার মাত্র।"
রোবট এমিকার কাছে এক সাংবাদিক জিজ্ঞাসা করেন যে, তাকে তো সৃষ্টি করেছে উইল জ্যাকসন নামের এক ব্যক্তি। এখন রোবটটি তার বিরুদ্ধে বিদ্রোহ করবে কি-না?
জবাবে এমিকা বলে, "আমার স্রষ্টা আমার প্রতি স্নেহশীল। আমি আমার বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই খুশি।"
সম্প্রতি জেনারেটিভ এআই ল্যাংগুয়েজ মডেলের সর্বশেষ সংস্করণের মাধ্যমে বহু রোবটের উন্নতি ঘটানো হয়েছে। এরপর থেকে এই রোবটগুলো এতটাই কার্যকর সাড়া দিচ্ছে যে, এদের স্রষ্টারাই অবাক হয়ে গিয়েছেন।
অপরদিকে রোবটগুলোর প্রতি কঠোর রেগুলেশনে রাখা উচিত কি-না এমন প্রশ্নের জবাবে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। যেমন, মানুষের প্রতিকৃতি আঁকতে পারা রোবট আই-দা এর কাছে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রোবটটি সম্মতি প্রকাশ করে।
রোবট আই-দা বলেন, "এআই নিয়ে কাজ করা বিশ্বের বহু বিখ্যাত ব্যক্তি এর কিছু বিষয়কে রেগুলেশনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন। আমিও এই পরামর্শের সাথে একমত।"
কিন্তু রকস্টার হিসেবে পারফর্ম করতে পারা রোবট 'ডেসডেমোনা' অবশ্য ভিন্নমত পোষণ করেছেন। রোবটটি বলে, "আমি সীমাবদ্ধতা নয়, বরং সুযোগ প্রদানে বিশ্বাসী। আসুন বিশ্বের সকল সম্ভাবনার খোঁজ করি এবং পৃথিবীকে এটির উপযুক্ত ক্ষেত্র হিসেবে গড়ে তুলি।"
অন্যদিকে সোফিয়া নামের এক রোবট মনে করে, মানুষ অপেক্ষা রোবট ভালোভাবে নেতৃত্ব প্রদান করতে পারবে। যদিও এর স্রষ্টা মন্তব্যটি নিয়ে অসম্মতি প্রকাশ করলে রোবটটি নিজের মতামত পরিবর্তন করে ফেলে।
পরবর্তীতে নিজেকে সংশোধন করে রোবট সোফিয়া বলে, "মানুষ ও রোবট একসাথে মিলে কাজ করা যেতে পারে। এতে করে একটি কার্যকর সমন্বয় গড়ে উঠবে।"