চাঁদের দক্ষিণ মেরুতে স্পেসক্রাফট নামানোর লক্ষ্যে রকেট পাঠাল ভারত
চাঁদের দক্ষিণ মেরুতে স্পেসক্রাফট অবতরণ করানোর লক্ষ্যে একটি রকেট উৎক্ষেপণ করেছে ভারতের মহাকাশসংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)।
এ মিশন সফল হলে অন্যতম স্পেস পাওয়ারে পরিণত হবে ভারত।
শুক্রবার (১৪ জুলাই) অন্ধ্র প্রদেশের মহাকাশ উৎক্ষেপণকেন্দ্র থেকে এলভিএম৩ লঞ্চ রকেট সফলভাবে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
চন্দ্রযান-৩ নামের এ মিশনের লক্ষ্য হলো আগামী ২৩ আগস্ট বা তার কাছাকাছি সময়ে চাঁদের দক্ষিণ মেরু এলাকায় একটি ল্যান্ডার ও রোভার অবতরণ করানো।
এর আগে কেবল যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীন — এ তিন দেশের মহাকাশসংস্থা চন্দ্রপৃষ্ঠে কোনো যান নামাতে পেরেছে। কিন্তু চাঁদের দক্ষিণ মেরুর নিকটবর্তী স্থানে ল্যান্ডার নামানোর চেষ্টা ভারতই প্রথম করছে।
চন্দ্রযান-৩ মিশনের রোভারটি চাঁদের বুকে দুই সপ্তাহ ধরে বিভিন্ন গবেষণা কাজ চালাবে।
২০২০ সালে চন্দ্রযান-২ মিশনে সফলভাবে একটি অরবিটার স্থাপন করেছিল ইসরো। কিন্তু তখন ল্যান্ডার ও রোভার বিধ্বস্ত হয়।