আগাথা ক্রিস্টির বাড়িতে আটকে পড়েছিলেন শতাধিক পর্যটক, রহস্যের গন্ধ পেলেন ভক্তরা!
'কুইন অভ ক্রাইম' খ্যাত, বিখ্যাত রহস্য উপন্যাস লেখিকা আগাথা ক্রিস্টির ব্রিটেনের বাড়িতে গিয়ে কয়েক ঘণ্টা আটকা পড়েছিলেন শতাধিক পর্যটক। গত শুক্রবার এই ব্রিটিশ লেখিকার ডেভনের বাড়িটি পরিদর্শনে গিয়েছিলেন পর্যটকরা। কিন্তু ঝড়ো আবহাওয়ায় বাড়ির সামনে একটি গাছ ভেঙে পড়ে রাস্তা অবরোধ হয়ে যাওয়ায় বের হতে পারছিলেন না পর্যটকরা।
ক্যারোলাইন হেভেন নামের এক পর্যটক যিনি ডেভনের গ্রিনওয়ে ভ্রমণে এসেছিলেন, তিনিই স্থানীয় নিউজ আউটলেট দেভন লাইভকে খবরটি দেন, যাতে পর্যটকদের আটকা পড়ার খবর ছড়িয়ে দেওয়া হয়।
আগাথা ক্রিস্টির এই প্রাক্তন হলিডে হোম একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে বিবেচিত এবং ব্রিটেনের ন্যাশনাল ট্রাস্ট এটি দেখাশোনা করে। পর্যটক আটকা পড়ার খবর পাওয়ার সাথেসাথেই ট্রাস্ট তাদের ওয়েবসাইতে দ্রুত জানিয়ে দেয় যে রাস্তার সামনে একটি গাছ ভেঙে পড়েছে এবং উদ্ধার না হওয়া পর্যন্ত পর্যটকদের নিরাপদে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে তারা।
এরই মধ্যে পর্যটকরা নিজেদেরকে শান্ত রাখার জন্য বাড়ির টি-রুমে চা-কফি পান করেন, কেউ কেউ আবার বাগানে খেলাধুলা করে সময় কাটিয়েছেন।
কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, আজ থেকে ৮৪ বছর আগে প্রায় একই ধরনের একটি ঘটনা অবলম্বে একটি রহস্য উপন্যাস লিখেছিলেন আগাথা ক্রিস্টি। লেখিকার অনেক ভক্তই এ ঘটনার সঙ্গে তাঁর লেখা 'অ্যান্ড দেন দেয়ার অয়্যার নান' বইয়ের ঘটনার মিল খুঁজে পেয়েছেন। সেই উপন্যাসের গল্পটি ছিল এমন যে, ডেভন উপকূলে একটি বাড়িতে ১০ জন আগন্তুককে আমন্ত্রণ জানানো হয়। তারা পরস্পরের কাছে অপরিচিত ছিলেন। তারপর একেকজন করে খুন হতে থাকলে বাকিরা উপলব্ধি করেন যে খুনি তাঁদের মধ্যেই একজন।
যদিও ডেভনে আগাথার বাড়িতে ঘুরতে যাওয়া পর্যটকদের সেই পরিণতি হয়নি। তাঁরা নিরাপদেই ফিরে গিয়েছিলেন নিজেদের বাড়িতে।