বিদেশি বন্ধুদের ওমরাহ পালনে আমন্ত্রণ জানাতে পারবেন সৌদি নাগরিকরা
সৌদি আরবের নাগরিকরা তাদের বিদেশি বন্ধুদের ব্যক্তিগত ভিজিট ভিসায় পবিত্র ওমরাহ পালনের আমন্ত্রণ জানাতে পারবেন বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
ব্যক্তিগত ভিজিট ভিসা একক এবং একাধিক এন্ট্রি সুবিধাসম্বলিত হয়ে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে করা এক পোস্টে সৌদির মন্ত্রণালয় ব্যক্তিগত ভিজিট ভিসার আওতায় দর্শনার্থীরা কী কী সুবিধা পাবেন তা উল্লেখ করেছে।
প্রথমত, তারা একক বা একাধিক এন্ট্রি সুবিধা সম্বলিত ভিসা পাবেন। দ্বিতীয়ত, তারা ওমরাহ পালন এবং মসজিদে নববী পরিদর্শনের অনুমতি পাবেন। সেইসঙ্গে, সৌদির বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন।
এছাড়াও, ভিসাধারীরা সৌদি আরবের সমস্ত শহর পরিদর্শন করতে পারবেন।
মন্ত্রণালয়ের পোস্ট থেকে আরও জানা যায়, সিঙ্গল এন্ট্রি ভিসার মেয়াদকাল অবস্থানের সময়সহ সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত হবে। আর মাল্টিপল এন্ট্রি ভিসার মেয়াদ প্রতি ভিজিটে ৯০ দিনের অবস্থানসহ মোট ৩৬৫ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে।
মন্ত্রণালয়ের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, সৌদি নাগরিকরা ব্যক্তিগত ভিজিট ভিসায় একই সময়ে একাধিক অতিথিকে আমন্ত্রণ জানাতে পারবেন।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যক্তিগত ভিসার জন্য আবেদন করা যাবে।