দুর্ঘটনার নাটক সাজিয়ে টমেটো বোঝাই ট্রাক ছিনতাই করলেন দম্পতি!
ভারতে সোনার চেয়েও যেন মূল্যবান হয়ে উঠেছে টমেটো! আর সেই লোভেই মোটা অঙ্কের টাকায় আয়ের আশায়, টমেটো ভর্তি ট্রাক ছিনতাই করার অভিযোগ উঠেছে তামিলনাড়ুর এক দম্পতির বিরুদ্ধে। গত ৮ জুলাই বেঙ্গালুরুতে ২.৫ টন টমেটো বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ছক কষেছিলেন তারা।
পুলিশ জানিয়েছে, ভেল্লোরের ওই দম্পতি আসলে হাইওয়ে ডাকাত দলের অন্তর্ভুক্ত। অভিযুক্ত ব্যক্তির নাম ভাস্কর এবং তার স্ত্রীর নাম সিন্ধুজা।
ঐ দম্পতি দাবি করেন যে , ট্রাকটি তাদের গাড়িকে ধাক্কা দিয়েছে এবং তারা ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু আসলে সবটাই ছিল সাজানো। মল্লেশ নামের এক কৃষক ওই ট্রাকে টমেটো নিয়ে যাচ্ছিলেন। কিন্তু টমেটো নিয়ে যাচ্ছিলেন যে কৃষক, তিনি টাকা দিতে রাজি হননি। এরপরেই ঐ ডাকাত দলের সদস্যরা তাকে ধাক্কা দিয়ে ট্রাক থেকে ফেলে দেয় এবং ট্রাকটি নিয়ে চলে যায়।
জানা গেছে, ট্রাকে প্রায় আড়াই লাখ রূপির টমেটো ছিল। এই ঘটনায় জড়িত আরও তিনজনের খোঁজ করছে পুলিশ।
ভারতে এখন টমেটোর দাম আকাশছোঁয়া, তাই টমেটো বোঝাই ট্রাক ছিনতাই করে নিজেদের পকেট ভরাতে চেয়েছিল ডাকাতদল।