প্রায় অর্ধেকেরও বেশি ব্যবহারকারী হারিয়েছে থ্রেডস: মার্ক জাকারবার্গ
থ্রেডস চালু হওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যে প্রায় ১০০ মিলিয়ন ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছিল। কিন্তু সম্প্রতি টুইটারকে পাল্লা দিতে আসা নতুন এ প্ল্যাটফর্মটির ব্যবহারকারীর সংখ্যা কমেছে প্রায় অর্ধেকও বেশি। খবর বিবিসির।
মেটা বস মার্ক জাকারবার্গ কর্মীদের সাথে আলোচনায় নিজেই থ্রেডসের ব্যবহারকারী কমে যাওয়ার এ তথ্যটি জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে।
আলোচনায় মার্ক জাকারবার্গ বলেন, "একটি প্ল্যাটফর্মে ১০০ মিলিয়ন মানুষ সাইন আপ করলে এবং যদি সকলেই যুক্ত থাকে তবে সেটা দারুণ হয়। এমনকি অর্ধেক ব্যবহারকারীও যদি প্ল্যাটফর্মটি প্রতিনিয়ত ব্যবহার করে তবে সেটাও বেশ ভালো। কিন্তু থ্রেডসের ক্ষেত্রে আমরা এখনো এ অবস্থায় পৌঁছাতে পারিনি।"
চালুর পর থেকে অল্প সংখ্যক ফিচার থাকায় অনেক ব্যবহারকারীই থ্রেডসের সমালোচনা করেছিলেন। তবে সময়ের সাথে সাথে অবশ্য আরও নতুন নতুন ফিচার যুক্ত করছে প্ল্যাটফর্মটি। যেমন, 'ফর ইউ' ফিড যুক্ত হওয়া থেকে শুরু করে পোস্ট বেশ কয়েকটি ভাষায় অনুবাদের মতো নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
থ্রেডসের চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স কর্মীদের জানান, প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের আগ্রহ ফিরিয়ে আনতে আরও আকর্ষণীয় সব ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
উদাহরণস্বরূপ ক্রিস কক্স বলেন, "ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ সব থ্রেডস অ্যাকাউন্টে দেখতে পারবেন। কেননা প্ল্যাটফর্ম দুটি ঘনিষ্ঠভাবে একে অপরের সাথে যুক্ত। থ্রেডসে যুক্ত হতে একজন ব্যবহারকারীর অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হয়।"
এছাড়াও বর্তমানে থ্রেডস-এর পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করা যায়। আবার ইন্সটাগ্রামের পোস্টও থ্রেডসে শেয়ার করা যায়। একইসাথে প্ল্যাটফর্মটির পোস্টে লিংক, ছবি ও পাঁচ মিনিট দীর্ঘ ভিডিও শেয়ার করা যায়।
অন্যদের প্রোফাইল আনফলো করা, ব্লক করা, রেস্ট্রিক্ট করা বা রিপোর্টও করা যায় থ্রেডসে। তবে, কোনো ব্যবহারকারী যদি কারো ইন্সটাগ্রাম প্রোফাইল ব্লক করে, তাহলে একইসাথে তার থ্রেডস প্রোফাইলও ব্লক হয়ে যাবে।
একইসাথে জাকারবার্গ কর্মীদের ভার্চুয়াল রিয়েলিটি সমৃদ্ধ বিশ্ব তথা মেটাভার্স তৈরিতেও কোম্পানির পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। মেটা বস জানান, তিনি ভেবেছিলেন খুব শীঘ্রই হয়তো মানুষ মেটাভার্স জগতে প্রবেশ করবে।
কিন্তু বর্তমানে জাকারবার্গ অনুভব করছেন যে, মেটাভার্সকে মূল ধারায় নিয়ে আসতে হয়তো আগামী দশক পর্যন্ত সময় লেগে যাবে। তবে এমন ধারণা মেটার জন্য বেশ উদ্বেগের কারণ। কেননা ইতোমধ্যেই মেটাভার্সকে সফল করতে কোম্পানিটি বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
যদিও বর্তমানে সার্বিকভাবে কোম্পানিটি আর্থিকভাবে বেশ সুবিধাজনক অবস্থানেই রয়েছে। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, মেটা শেষ কোয়ার্টারে ৭.৭৯ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
অন্যদিকে ধনকুবের ইলন মাস্কের সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন জাকারবার্গ। 'থ্রেডস বনাম টুইটার' ইস্যুতে এ দুই ধনকুবের করেছেন একের পর এক পাল্টাপাল্টি মন্তব্য।
এদিকে গত মাসে জাকারবার্গকে আচমকা খাঁচাবদ্ধ রিংয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন মাস্ক। জবাবে জাকারবার্গও জানিয়েছিলেন, তিনি নিজেও এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
দুজনেই প্রস্তাবটি দেওয়া ও গ্রহণের কাজটি করেছিলেন মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে। মাস্ক প্রথমে টুইট করেন, 'আপ ফর আ কেইজ ফাইট' অর্থাৎ 'খাঁচার মধ্যে লড়াইয়ের জন্য প্রস্তুত'।
জবাবে মার্ক জাকারবার্গ লেখেন, 'সেন্ড মি দ্য লোকেশন', অর্থাৎ 'লড়াই কোথায় হবে, জানান'। যদিও পরবর্তীতে সত্যিকার অর্থে এখনো পর্যন্ত এ লড়াই অনুষ্ঠিত হয়নি।