পুরনো আইফোন, ম্যাকবুক ফেরত দিলেই ৭০০ ডলারের অ্যাপল ডিভাইস কেনাসহ আরও সুযোগ!
প্রযুক্তি জায়ান্ট কোম্পানি অ্যাপল ব্যবহৃত আইফোন, আইপ্যাড, ওয়াচ ও ম্যাকবুকের মতো ইলেক্ট্রনিক ডিভাইসগুলো ফেরত নিচ্ছে। যা থেকে প্রাপ্ত অর্থ ক্রেডিট আকারে ব্যবহার করে কোম্পানিটির নতুন ইলেক্ট্রনিক ডিভাইস কেনা যাবে।
এ সম্পর্কে অ্যাপলের ওয়েবসাইটে বলা হয়, "আপনার ডিভাইসটি ক্রেডিট প্রাপ্তের যোগ্য হলে সেই ক্রেডিট নতুন কেনাকাটার জন্য ব্যবহার করতে পারবেন। অথবা আপনাকে ক্রেডিট হিসেবে এমন একটি গিফট কার্ড দেওয়া হবে যেটি আপনি চাইলে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন।"
আর যেসব পুরনো ডিভাইস ক্রেডিটের যোগ্য নয়, সেগুলোর জন্য আবার আলাদা ব্যবস্থা রেখেছে অ্যাপল। ঐ ডিভাইসগুলো কোম্পানিটি ব্যবহারকারীদের থেকে বিনামূল্যে সংগ্রহ করবে এবং পরবর্তীতে রিসাইকেল করবে।
এ সম্পর্কে অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, "আপনার ডিভাইসের মডেল কী কিংবা সেগুলোর অবস্থা কেমন সেটা কোনো ব্যাপার না। ঐ ডিভাইসগুলোকে আপনার জন্য এবং পৃথিবীর জন্য উপকারি হিসেবে আমরা রূপান্তর করবো।"
অ্যাপলের পক্ষ থেকে পুরনো ডিভাইসগুলোর সম্ভাব্য সর্বোচ্চ ক্রেডিট নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে কিছু পুরাতন পণ্যের দাম অবাক করার মতো।
যেমন, আইফোন ১৩ প্রো ম্যাক্সের ক্রেডিট ৬০০ মার্কিন ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর ম্যাকবুক প্রো এর ক্রেডিট নির্ধারণ করা হয়েছে ৭৩০ ডলার। এমনকি স্যামসাং গ্যালাক্সি আলট্রা ৫জি ডিভাইসটির জন্যও সর্বোচ্চ ৩০৫ ডলারের ক্রেডিট দিবে অ্যাপল।
এক্ষেত্রে দুটি উপায়ে অ্যাপলের কাছে ইলেক্ট্রনিক ডিভাইসটি জমা দেওয়া যেতে পারে। প্রথমত অ্যাপল ষ্টোরে সরাসরি গিয়ে ডিভাইসটি জমা দেওয়া যেতে পারে। অন্যথায় মেইলের মাধ্যমে যোগাযোগ করেও পুরাতন ডিভাইস জমা দেওয়া যাবে। এক্ষেত্রে কোম্পানিটির পক্ষ থেকে ব্যবহারকারীকে একটি প্রি-পেইড ট্রেড কিট মেইল করা হবে।
সম্প্রতি, পরিবেশের জন্য ইলেক্ট্রনিক বর্জ্যের নেতিবাচক প্রভাবের বিষয়টি বেশ গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। এ অবস্থায় অ্যাপলের পুরনো পণ্য ফিরিয়ে নেওয়ার উদ্যোগটি বেশ প্রশংসিত হচ্ছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, সঠিকভাবে রিসাইকেল করা গেলে ইলেক্ট্রনিক বর্জ্যের বাজারমূল্য অবিশ্বাস্য হতে পারে। অনুমান করা হয়, এটি থেকে ৬২.৫ বিলিয়নেরও বেশি আয় সম্ভব।
পুরনো ইলেক্ট্রনিক পণ্য বিক্রি কিংবা পরিবর্তনের সুযোগ আগের তুলনায় সহজতর হয়েছে। অ্যাপল ছাড়াও অ্যামাজনের মতো অনলাইন রিটেইল জায়ান্ট অনুরূপ কার্যক্রম পরিচালনা করছে। কোম্পানিটি হাজার হাজার ইলেক্ট্রনিক ডিভাইস ফিরিয়ে নিচ্ছে। এতে করে ব্যবহারকারী প্রাপ্ত ক্রেডিট ব্যবহার করে নতুন পণ্য কিনতে পারছে।