১০ বছর পূর্তিতে আসছে অ্যাপলের নতুন স্মার্টওয়াচ; ফিচার ও ডিজাইনে থাকবে বড় পরিবর্তন
খুব শীঘ্রই বাজারে আসছে অ্যাপলের নাইন সিরিজের স্মার্টওয়াচ। তবে ঠিক এর পরের এডিশন, অর্থাৎ ১০ বছর পূর্তি উপলক্ষে বাজারে আনতে যাওয়া কোম্পানিটির নতুন মডেলের স্মার্টওয়াচ নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। খবর সি-নেট ডট কমের।
১০ বছর পূর্তির মডেলটির নাম হতে পারে অ্যাপল ওয়াচ এক্স। ধারণা করা হচ্ছে, একদম নতুন ডিজাইনে ২০২৪ অথবা ২০২৫ সালে এ মডেলটি বাজারে আনা হবে।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ফিচারের দিক থেকে অ্যাপল এক্স স্মার্টওয়াচে বেশ বড় ধরণের কিছু পরিবর্তন আনা হবে। ওয়াচটিতে থাকবে আরও উন্নত ও উজ্জ্বল মাইক্রো-এলইডি ডিসপ্লে। একইসাথে থাকবে রক্তচাপ মাপার জন্য নতুন ও উন্নত ধরণের সেন্সর; যেটি নিয়ে বহু বছর ধরে গবেষণা করা হচ্ছে।
অ্যাপলের নতুন মডেলের প্রতিটি স্মার্টওয়াচেই স্বাস্থ্য সম্পর্কিত নতুন সব ফিচার যুক্ত করা হয়। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যেই যুক্ত করা হয়েছে ইসিজি, উচ্চ ও নিন্ম হৃদস্পন্দন অ্যালার্ট, ফল ডিটেকশন, রক্তে অক্সিজেন মাপার সেন্সর ও তাপমাত্রা মাপার সেন্সর ইত্যাদি।
বর্তমানে অ্যাপল রক্তচাপ মাপার সাথে সাথে অন্য ডিভাইসের সাথে যুক্ত হয়ে সেটি মনিটরিং করার সুযোগও দিতে পারে। এছাড়াও প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটি স্মার্টওয়াচে মূল ডিভাইসের সাথে রিস্টব্যান্ড যুক্ত করার প্রচলিত কৌশলের বাইরে যেয়ে নতুন উপায়ও খুঁজছেন।
অ্যাপল ওয়াচের ক্ষেত্রে বর্তমানে যুক্ত রিস্টব্যান্ডগুলি ঘড়ির পাশে স্লাইড আকারে লক করা থাকে। কিন্তু অ্যাপল এক্স স্মার্টওয়াচে রিস্টব্যান্ড যুক্ত করার ক্ষেত্রে ম্যাগনেটিক বৈশিষ্ট্য প্রয়োগের চেষ্টা করা হচ্ছে। এটি সম্ভব হলে ওয়াচের মূল বডির চেসিসে জায়গা অপেক্ষাকৃত ফাঁকা হবে এবং আরও বড় ব্যাটারি যুক্ত করা সম্ভব হবে।
ধারণা করা হচ্ছে যে, অ্যাপলের পরবর্তী নাইন সিরিজের স্মার্টওয়াচ আগামী মাসে আইফোন ১৫ এর সাথে একই ইভেন্টে উন্মুক্ত করা হবে। গুঞ্জন রয়েছে যে, আগামী ১২ সেপ্টেম্বর ইভেন্টটি অনুষ্ঠিত হতে পারে।
অন্যদিকে অ্যাপল ওয়াচ নাইন সিরিজের স্মার্টওয়াচের ফিচারে ছোটখাটো কিছু আপডেট আনা হবে। এরমধ্যে গুঞ্জন রয়েছে যে, ওয়াচটিতে ক্রমাগত গ্লুকোজের মাত্রা পরিমাপ করার সেন্সর যুক্ত করা হবে। তবে প্রকৃতপক্ষেই এই সেন্সরটি চলতি বছর যুক্ত করা সম্ভব হবে কি-না, সেটি নিয়ে অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ সন্দেহ প্রকাশ করেছেন।