'ভুল করে কি কেউ অভিনেতা সালমান খান মনে করে?’, খান একাডেমির প্রতিষ্ঠাতার কাছে জানতে চান বিল গেটস
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও মানবহিতৈষী মার্কিন বিলিয়নিয়ার বিল গেটস সম্প্রতি খান একাডেমির প্রতিষ্ঠাতা ও সিইও সাল খানকে তার নতুন পডকাস্ট 'আনকনফিউজ মি উইথ বিল গেটস'-এ আমন্ত্রণ জানিয়েছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে শিক্ষার ধারাকে পাল্টে দেবে তা নিয়ে কথা বলেছেন তারা।
ভার্চুয়াল স্কুল খান একাডেমি সম্পর্কে অনেকেই পরিচিত। ২০০৬ সালে সালমান 'সাল' আমিন খান এইআমেরিকান অলাভজনক সংস্থাটি প্রতিষ্ঠা করেন। বিশ্বব্যাপী শিক্ষার্থীদের শিক্ষার কাজে সহায়তার জন্য অনলাইন টুলস তৈরি করাই তাদের উদ্দেশ্য।
আলোচনা চলাকালীন বিল গেটস খান একাডেমির প্রতিষ্ঠাতাকে জিজ্ঞাসা করেন, কোনোরকম পড়াশোনা ছাড়াই যদি জাদুবলে কোনো একটি বিষয়ে অত্যন্ত পারদর্শী হয়ে ওঠার সুযোগ থাকতো, তাহলে তিনি কোন বিষয়টিকে বেছে নিতেন। সাল খান বলেন, তিনি হয় কোয়ান্টাম পদার্থবিদ্যা বা পিয়ানো শেখাকে বেছে নিতেন। এরপর গেটস বলেন, তিনি এ বিষয়ে লজ্জিত যে তিনি অনেক কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জানলেও এবং লাতিন শিখলেও, তিনি আসলে ইংরেজি বাদে অন্য কোনো ভাষা ঠিকমতো জানেন না।
এরপর গেটস জানান, তার কাছে সেরকম জাদুকরী সুযোগ থাকলে তিনি চীনা ভাষা শিখতেন, যেহেতু যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।
এরপর এই মার্কিন ধনকুবের সাল খানকে প্রশ্ন করেন, কখনো কি কেউ তাকে বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে গুলিয়ে ফেলেছে কিনা? কারণ সাল খান লিখে ওয়েব সার্চ দিলে অভিনেতা সালমান খানের ছবিও আসে। এসময় বিল গেটস বলিউড তারকার একটি পোর্ট্রেটও দেখান।
গেটসের প্রশ্নের জবাবে সাল খান বলেন, "হ্যাঁ, এটা হয়েছে। খান একাডেমি প্রতিষ্ঠার পর শুরুর দিকে তো আমি অভিনেতার কিছু ভক্তদের কাছ থেকে চিঠিও পেতাম যে তারা আমাকে কতটা ভালোবাসে; তারা আরও বলতো যে, আমাদের তো জানা ছিল না আপনি গণিত এবং এসব বিষয়েও এতকিছু জানেন।"
সাল খান আরও জানান, ২০১৫ সালে যখন তিনি ভারতে গিয়েছিলেন তখন জাতীয় টেলিভিশন চ্যানেলে বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে তার একটা লাইভ আলোচনা হয়েছিল, কারণ তাদের নাম একই।
এমনকি তিনি এও জানান যে, মানুষ যতটা ভাবে তার চেয়েও বেশি তিনি বলিউড সিনেমা দেখেন। তার স্ত্রী পাকিস্তানে বড় হয়েছেন এবং সেজন্য অনেকেরই ধারণা যে তার স্ত্রী তাকে বলিউড সিনেমা দেখতে আগ্রহী করে তুলেছেন। কিন্তু বিষয়টা আসলে উল্টো।
বিল গেটস যখন তাকে জিজ্ঞাসা করেন, তিনি বলিউড সিনেমাগুলো হিন্দিতে নাকি ইংরেজিতে দেখেন; তখন সাল খান বলেন, তার মাতৃভাষা বাংলা হলেও তিনি হিন্দি আরও ভালো বুঝেন। সালমান আমিন খানের জন্ম ১৯৭৬ সালের ১১ অক্টোবর লুইজিয়ানায় এক বাঙালি-মুসলিম পরিবারে।