বাংলাদেশিদের জন্য প্রতিদিন ৪ থেকে ৬ হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব, নভেম্বরেই পেয়েছেন ৮৩ হাজার
বাংলাদেশি কর্মীদের জন্য প্রতিদিন ৪ হাজার থেকে ৬ হাজার ভিসা দিচ্ছে সৌদি আরব। আগামী দিনগুলোতেও এ হার অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নভেম্বরে সৌদি আরব ৮৩ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে। এটি দেশটিতে এক মাসে বিশ্বের যেকোনো দেশের জন্য সর্বোচ্চ কর্মী নিয়োগ। সৌদি আরবের 'ভিশন ২০৩০' পরিকল্পনার আওতায় উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করার ফলে কর্মী চাহিদা বেড়েছে।
২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালের রিয়াদ এক্সপোর জন্য সৌদি আরব বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। এসব ইভেন্টের জন্য এয়ারপোর্ট, রেলওয়ে এবং স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে শ্রমশক্তির চাহিদা বাড়িয়েছে দেশটি।