অক্টোবরের মধ্যে ভারতীয় রুপির বন্ড চালু করতে যাচ্ছে ‘ব্রিকস ব্যাংক’
অর্থনৈতিক জোট ব্রিকসের 'দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক' আগামী অক্টোবরের মধ্যে ভারতীয় রুপির বন্ড চালু করতে যাচ্ছে। মূলত ঋণদাতা দেশগুলোর স্থানীয় মুদ্রায় ঋণ প্রদানের জন্য চাপের মাঝে ব্যাংকটি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
গতকাল (সোমবার) ব্যাংকটির চিফ অপারেটিং অফিসার (সিওও) ভ্লাদিমির কাজবেকভ এক প্রেস ব্রিফিংয়ে বন্ডের তথ্যটি জানান। ব্রিফিংটি মূলত আজ (২২ আগস্ট) থেকে আগামী ২৪ আগস্ট পর্যন্ত জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস সামিট উপলক্ষে আয়োজন করা হয়েছিল।
গত সপ্তাহে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে সাউথ আফ্রিকার মুদ্রা র্যান্ডের বন্ড চালু করা হয়েছে। একইসাথে সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা ইস্যু করার বিষয়টি বিবেচনার কথাও জানানো হয়েছে।
বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা) এর সমন্বয়ে গঠিত হয় ব্রিকস। ২০১৫ সালে জোটটির অধীনে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করা হয়।
তবে সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাসহ নানা কারণে ব্যাংকটির ঋণ প্রদানের গতি বাধাগ্রস্ত হচ্ছে। এতবস্থায় শুধু মার্কিন ডলারে ঋণ না দিয়ে বরং অধিভুক্ত দেশগুলোর মুদ্রায় ঋণ প্রদানের কথা ভাবছে ব্যাংকটি।
এ সম্পর্কে সিওও ভ্লাদিমির কাজবেকভ বলেন, "বর্তমানে আমরা এক দেশের মুদ্রায় অন্য দেশের প্রজেক্টে অর্থায়নের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি। ধরুন, সাউথ আফ্রিকার একটি প্রজেক্টের জন্য মার্কিন ডলার নয় বরং চাইনিজ মুদ্রা ইউয়ানে অর্থায়ন করা হবে।"
দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের চিফ ফাইনান্সিয়াল অফিসার লেসলি ম্যাসডর্প রয়টার্সকে জানান, স্থানীয় মুদ্রায় ঋণ বৃদ্ধি করা ব্যাংকটির অন্যতম লক্ষ্য। ২০২৬ সালের মধ্যে এর পরিমাণ ২২ থেকে ৩০ ভাগের মধ্যে নিয়ে আসা পরিকল্পনা রয়েছে। বর্তমানে যদিও বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাংকটি চাইনিজ মুদ্রা ইউয়ানের ব্যবহার করা থাকে।
দুই বছর আগে সাউথ আফ্রিকাকে জ্বালানী খাতে ৩ বিলিয়ন ডলারের অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল ব্যাংকটি। ভ্লাদিমির কাজবেকভ জানান, সেই অর্থ প্রদানেও ব্যাংকটি এখন প্রস্তুত। মূলত কয়লাভিত্তিক প্রকল্প থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানিতে স্থানান্তরের জন্য এই অর্থ ব্যবহার করা হবে।