ব্রাজিলে জি২০ সম্মেলনে যোগ দিলে পুতিনকে গ্রেপ্তার করা হবে না: লুলা
আগামী বছর রিও ডি জেনিরোতে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিলে তাকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা।
দিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা বলেন, আগামী বছরের সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানানো হবে।
এ সময় লুলা আরও বলেন, আগামী বছর রিওতে অনুষ্ঠেয় সম্মেলনের আগে তিনি নিজেও রাশিয়ায় অনুষ্ঠেয় ব্রিকস জোটের সম্মেলনে যোগ দেবেন।
তিনি বলেন, ',আমার বিশ্বাস, পুতিন সহজেই ব্রাজিলে যেতে পারেন। আমি এতটুকু বলতে পারি যে, আমি যদি ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি, এবং তিনি যদি তখন ব্রাজিলে আসেন, তখন গ্রেপ্তার করার কোনো আশঙ্কাই নেই।'
ইউক্রেনে যুদ্ধাপরাধ করার অভিযোগে গত মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক মাস পরই এই মন্তব্য করলেন লুলা। পুতিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবৈধভাবে ইউক্রেনের শত শত শিশুকে রাশিয়ায় সরিয়ে নিয়েছেন।
তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ইউক্রেনে কোনো যুদ্ধাপরাধ করেনি কিংবা জোর করে ইউক্রেনের কোনো শিশুকেও নিয়ে যায়নি।
এরপর থেকেই অবশ্য পুতিন বারবার আন্তর্জাতিক জমায়েত এড়িয়ে যাচ্ছেন। দিল্লির জি২০ সম্মেলনেও তিনি নিজে না গিয়ে প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে পাঠিয়েছেন।
ব্রাজিল রোম চুক্তিতে স্বাক্ষরকারী দেশ। প্পরে এই চুক্তির ওপর ভিত্তি করেই আইসিসি গঠন করা হয়।
লুলার কার্যালয় অবশ্য এ ব্যাপারে তৎক্ষণাৎ কোনো মন্তব্য করেনি।
আন্তর্জাতিক অপরাধ আদালতের হাতে বিচারিক ক্ষমতা থাকলেও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই। এক্ষেত্রে আইসিসি অভিযুক্ত ব্যক্তিকে বিভিন্ন দেশের সহায়তায় গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অভিযুক্তকে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে বিচারের জন্য হাজির করা হয়।
এছাড়া যেসব দেশ আইসিসি গঠনের চুক্তিতে (রোম চুক্তি) স্বাক্ষর করেছিল, আদালতটি শুধু ওই দেশেই বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারে। রাশিয়া রোম চুক্তিতে স্বাক্ষর করেনি।