বিমানে যান্ত্রিক ত্রুটি, ভারতে আটকা পড়েছেন জাস্টিন ট্রুডো
বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে নয়াদিল্লিতে আটকা পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পুরো প্রতিনিধিদল। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা ভারতেই অবস্থান করবেন বলে নিশ্চিত করেছেন কানাডার কর্মকর্তারা।
নয়াদিল্লিতে আয়োজিত জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসেন তিনি। মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর রবিবার (১০ সেপ্টেম্বর) ট্রুডোর দেশে ফেরার কথা ছিল, কিন্তু বিমানের যান্ত্রিক ত্রুটির ফলে তাকে এখন ভারতেই অবস্থান করতে হচ্ছে।
ট্রুডোর কার্যালয়ের বরাতে ভারতে অবস্থিত কানাডিয়ান হাই কমিশন থেকে জানানো হয়, বিমানটি পরিচালনার দায়িত্বে থাকা কানাডিয়ার বিমান বাহিনীর তরফ থেকে প্রতিনিধিদের জানানো হয়, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বিষয়টি রাতারাতি সমাধান করার মতো নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিনিধিদের নয়াদিল্লিতে থাকার ব্যবস্থা করা হয়েছে।
কানাডার সিটিভি জানিয়েছে, বিমানটি একটি এয়ারবাস। কবে সেটি কানাডায় ফিরতে পারবে তা নিশ্চিত হওয়া যায়নি এবং এটিই প্রথমবার নয়; এর আগেও বিমানটির সমস্যা দেখা দেয়।
ট্রুডো একমাত্র বিশ্বনেতা নন যিনি সাম্প্রতিক সময়ে বিমান সংক্রান্ত সমস্যার শিকার হয়েছেন। আগস্টে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের বিমানে দুইবার ত্রুটি দেখা দেয়। বাধ্য হয়ে দুবাই ফিরতে হওয়ায় তিনি পরবর্তীতে ওশেনিয়া সফর ত্যাগ করতে বাধ্য হন।
জুন মাসে, নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর বিমানে ত্রুটির কারণে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্সকে চীনে নিয়ে যাওয়ার জন্য একটি রিজার্ভ বিমান ব্যবহার করতে হয়। এর আগের প্রধানমন্ত্রী স্যার জন কে এবং ডেম জেসিন্ডা আর্ডার্নকে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সফরে মাঝেই আটকা পড়তে হয়।