রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার বেঁচে আছে, ইউক্রেনের দাবি মিথ্যা!
রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার ভিক্টর সোকোলভকে হত্যা করা হয়েছে, ইউক্রেনের এমন দাবির একদিন পরই মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শীর্ষ এই কমান্ডারকে একটি ভিডিও কনফারেন্সে দেখা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রচারিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, প্রতিরক্ষামন্ত্রী শের্গেই শোইগু, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও অন্য এডমিরালদের উপস্থিতিতে চলা ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন সোকোলভ।
এর আগে সোমবার ইউক্রেন দাবি করে, গত সপ্তাহে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় আরো ৩৩ নৌ সেনা সহ ক্রিমিয়ায় রাশিয়ার শীর্ষ এডমিরাল সোকোলভকে তারা হত্যা করেছে।
মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই দাবির বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শোইগু বলছেন, সেপ্টেম্বরে ইউক্রেনের ১৭ হাজারের বেশি সেনা নিহত হয়েছে এবং সাতটি মার্কিন সাঁজোয়া যান ব্রাডলেসহ ২৭ হাজারের বেশি অস্ত্র ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে দাবি করে শোইগু বলেন, ফ্রন্টলাইনে কিয়েভের সশস্ত্র বাহিনী ব্যাপক ক্ষতির মুখোমুখি হচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে অস্ত্র যোগান দিয়ে যাচ্ছে এবং কিয়েভ সরকার বুদ্ধিহীন আক্রমণে নিহত হওয়ার জন্য অপ্রশিক্ষিত সৈন্যদের পাঠাচ্ছে।
ইউক্রেনের পাল্টা আক্রমণ এখনও রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করতে পারেনি।
হার্ভার্ড কেনেডি স্কুলের বেলফার সেন্টারের ১৯ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, গত মাসে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ৩৫ বর্গমাইল এলাকা দখল করে নিয়েছে, যেখানে ইউক্রেনীয় বাহিনী পুনঃদখল করেছে ১৬ বর্গমাইল এলাকা ।