কানাডাকে ৪১ কূটনীতিক প্রত্যাহার করতে বললো ভারত
কানাডার ৪১ জন কূটনীতিককে সেদেশে ফিরিয়ে নিতে বলেছে ভারত।
আগামী ১০ অক্টোবরের মধ্যে ভারত থেকে এসব কূটনীতিকদের সরিয়ে নেওয়ার কথা বলেছে নয়াদিল্লি। মঙ্গলবার (৩ অক্টোবর) ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মূলত কানাডায় খালিস্থানি নেতা হরদিপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের জের ধরে ভারত ও কানাডার মধ্যে উত্তজনা বেড়েই চলেছে। কিছুদিন আগে, এই হত্যাকাণ্ডে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর জের ধরে গত ১৮ সেপ্টেম্বর ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কারের পরদিনই পাল্টা জবাব হিসেবে কানাডার এক জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করে ভারত।
এরপর কানাডিয়ানদের জন্য ভারতের ভিসা বন্ধের ঘোষণাসহ কানাডায় অবস্থানরত ভারতীয়দের সতর্ক থাকারও নির্দেশ দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই ধারাবাহিকতায় আজ ভারত থেকে কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নেওয়ার কথা বললো নয়াদিল্লি প্রশাসন।
এদিকে, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তিকে উদ্ধৃত করে দ্য ফিনান্সিয়াল টাইমস বলেছে, ১০ অক্টোবরের পর ভারতে থেকে যাওয়া সেসব কানাডিয়ান কূটনীতিকদের কূটনৈতিক অনাক্রম্যতা বা নিরাপত্তা প্রত্যাহারের হুমকি দিয়েছে দেশটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন; তবে ভারত বলেছে, মোট কূটনীতিকের সংখ্যা থেকে ৪১ জন কমিয়ে আনা উচিত।
এ বিষয়ে ভারত এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছিলেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের জন্য 'সহিংস পরিবেশ' এবং 'ভয় পাওয়ার মতো পরিস্থিতি' রয়েছে।
এছাড়া, কানাডার মতো দেশে শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতি নয়াদিল্লিকে হতাশ করেছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।