বেসামরিকদের ওপর প্রতিটি হামলায় একজন করে জিম্মিকে হত্যার হুমকি হামাসের
কোনো পূর্ব সতর্কতা ছাড়া ফিলিস্তিনি বেসামরিকদের আবাসস্থলে এক একটি বোমা হামলার বিপরীতে একজন করে ইসরায়েলি জিম্মিকে হত্যা করার হুমকি দিয়েছে হামাস।
হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েল বিরতিহীন বোমা হামলা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তিন লাখ রিজার্ভ সেনা ডেকেছে এবং গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, পরস্পরের হামলায় প্রায় ৯০০ জনের বেশি ইসরায়েলি এবং ৭০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন থেকে ফিলিস্তিনের আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল এবং মসজিদে হামলা করা হয়েছে।
সোমবার হামাসের মুখপাত্র আবু উবায়দা জিম্মিদের হত্যার হুমকির কথা বলেন। তিনি বলেন, সতর্কতা ছাড়া বেসামরিকদের আবাসস্থলে প্রত্যেক হামলার বিপরীতে একজন করে ইসরায়েলি জিম্মিকে হত্যা করা হবে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে প্রায় শতাধিক ইসরায়েলিকে জিম্মি করা হয়েছে।
এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি (গাজায়) অবরোধের ঘোষণায় 'গভীরভাবে ব্যথিত' এবং সতর্ক করেছেন যে গাজার ইতিমধ্যে বিদ্যমান ভয়াবহ মানবিক পরিস্থিতি এখন 'দ্রুত অবনতি হবে'।
গুতেরেস আরও বলেন, গাজার বিভিন্ন স্কুলে এবং ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডব্লিউএ) কাছে প্রায় ১ লাখ ৩৭ হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
ইউএনআরডব্লিউএ মঙ্গলবার বলেছে, ইসরায়েলি হামলার মধ্যে গাজায় প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং সহিংসতা তীব্র হওয়ার সাথে সাথে এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, গাজায় প্রায় ৫ লাখ মানুষ এই সপ্তাহে রেশন পায়নি। কারণ জাতিসংঘের খাদ্য বিতরণ কেন্দ্রগুলি বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গাজাবাসীর প্রয়োজনীয় জিনিসের ওপর ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ একটি যুদ্ধাপরাধ।