৯০০ ইসরায়েলি, ৮৪৯ ফিলিস্তিনি নিহত; ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে হিজবুল্লাহর গাইডেড মিসাইল হামলা
হামাস-ইসরায়েল যু্দ্ধে ৯০০-এর বেশি ইসরায়েলি এবং কমপক্ষে ৮৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ লড়াইয়ে ইসরায়েলে আহত হয়েছেন কমপক্ষে ২,৬০০ জন। আর ফিলিস্তিনে আহতের সংখ্যা চার হাজার ৩৬০ জন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা'র সর্বশেষ খবরে বলা হয়েছে, ইসরায়েলি ভারী বোমাবর্ষণের কারণে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের বাস্তুচ্যুত হওয়া নিয়ে হামাস সতর্ক করার পর গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা হয়েছে।
এ সময় গাজা থেকে নিক্ষেপ করা একাধিক রকেট ইসরায়েলের আশকেলন শহরের দিকে ছুটে যায়।
মঙ্গলবার পর্যন্ত হামাস-ইসরায়েল লড়াইয়ে হামলা-পালটা হামলা অব্যাহত রয়েছে। লেবাননের দুই নিরাপত্তাসূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলি ট্যাংকের বিরুদ্ধে গাইডেড মিসাইল ব্যবহার করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আভিভিম অঞ্চলে একটি সামরিক যান লক্ষ্য করে লেবাননের অভ্যন্তর থেকে রকেট হামলার পর ইসরায়েলি বাহিনীর হেলিকপ্টার হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে।
'কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি,' ইসরায়েলি সেনাবাহিনী জানায়।
লেবাননের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলে ছয়টি রকেট ছোড়া হয়েছে।
লেবাননের রকেট হামলায় ইসরায়েলি সেনাবাহিনী আর্টিলারি গোলাবর্ষণের মাধ্যমে জবাব দিয়েছে বলে জানান আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি।
ইসরায়েলি বিমানবাহিনী গাজা উপত্যকায় ৫০ বারের বেশি বিমানহামলা চালিয়ে কয়েক ডজন আবাসিক ভবন, শিল্প-কারখানা ও পাবলিক অবকাঠামো ধ্বংস করেছে।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতা আবদুল-মালিক আল-হুতি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি গাজায় হস্তক্ষেপ করে, তাহলে ড্রোন ও মিসাইল হামলাসহ সামরিক উপায়ে জবাব দেবে হুতি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েলের জন্য সমর্থন বিষয়ে আলোচনা করতে কথা বলবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বছরে তিন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করে।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিন অঞ্চলে মানবিক সাহায্য বন্ধ করা 'সম্পূর্ণ ভুল' কাজ হবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, 'ফিলিস্তিন অঞ্চলে শিশুসহ কয়েক লাখ মানুষ খাদ্য, পানি ও ঔষধের জন্য আমাদের ওপর নির্ভর করে।'
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ডব্লিউএএম-এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ফিলিস্তিনি নাগরিকদের জন্য জরুরিভিত্তিতে ২০ মিলিয়ন ডলারের সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এ সহায়তা জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনি নাগরিকদের দেওয়া হবে।