গাজায় হামাসের সুড়ঙ্গপথ লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল
ইসরায়েলি সামরিক মুখপাত্র জোনাথন কনরিকাসকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত আছে এবং যুদ্ধবিমানগুলো হামাস নির্মিত বিস্তৃত ভূগর্ভস্থ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করেছে।
তিনি বলেন, প্রায় ২০ বছর আগে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাস গাজা সিটি থেকে খান ইউনিস এবং রাফা পর্যন্ত একটি টানেল নেটওয়ার্ক তৈরি করেছে।
কনরিকাস বলেন, গাজা উপত্যাকাকে ভাবতে হবে দুই স্তর বিশিষ্ট হিসেবে। একটি স্তর ভূমিতে থাকা বেসামরিকদের জন্য এবং দ্বিতীয়টি হামাসের জন্য ভূগর্ভস্থ স্তর।
'আমরা এখন যা করার চেষ্টা করছি তা হল হামাসের তৈরি দ্বিতীয় স্তরে পৌঁছানো', যোগ করেন তিনি।
কনরিকাস বলেন, ইসরায়েল হামলা চালালে এগুলোকে বেসামরিকদের জন্য বাঙ্কার হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হয় না।