আবারও বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো গাজাকে
ফিলিস্তিনের টেলিকমিউনিকেশন কোম্পানি 'প্যালটেল' বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় যোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্যালটেল গাজার সর্ববৃহৎ টেলিযোগাযোগ সরবরাহকারী প্রতিষ্ঠান।
ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত ৮ হাজারের ওপর মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজার ৪৫৭ জনই শিশু।
এ পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছেন, 'এখন যুদ্ধের সময়'। তার মতে, যুদ্ধবিরতি করলে তা থেকে 'শুধু হামাসই লাভবান হবে'।