গাজাযুদ্ধের মাঝে আল আকসা মসজিদে অনুপ্রবেশ করল ইসরায়েলি বসতিস্থাপনকারীরা
গাজায় ইসরায়েলের আক্রমণের মাঝে বুধবার সকালে আল আকসা মসজিদ চত্বরে ফের অনুপ্রবেশ করেছেন কয়েক ডজন ইসরায়েলি বসতিস্থাপনকারী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মরক্কো ওয়ার্ল্ড নিউজ।
ফিলিস্তিনি সংবাদসংস্থা ডব্লিউএএফএ জানিয়েছে, বসতিস্থাপনকারীরা বিভিন্ন দলে ভাগ হয়ে মসজিদটিতে প্রবেশ করেন। এ সময় তাদের নিরাপত্তা দিয়েছিল ইসরায়েলি বাহিনী।
প্রত্যক্ষদর্শীদের মতে, তারা মসজিদ প্রাঙ্গণে 'উসকানিমূলক সফর' করেন এবং ডোম অভ দ্য রক-এর কাছে ইহুদিদের একটি প্রাচীন ধর্মগ্রন্থ তালমুদে নির্দেশিত আচার পালন করেন।
ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত আল আকসা মসজিদ মুসলিম ও ইহুদি উভয় ধর্মাবলম্বীর কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। জেরুজালেমে অবস্থিত এ স্থাপনায় প্রার্থনার অধিকার কাদের — এ নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।
ডব্লিউএএফএ জানিয়েছে, এর পাশাপাশি আজ সকালে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি মালিকানাধীন বাড়িগুলোতে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী তিন নারীসহ ৫৫ ফিলিস্তিনিকে আটক করেছে।
সংবাদ সংস্থাটি আরও জানায়, উত্তর জর্ডান উপত্যকার কাছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা সহিংস আচরণ করেন এবং ফিলিস্তিনি ভূমি দখলের চেষ্টা করেন।
ইসরায়েলি সেনাবাহিনীর ছত্রছায়ায় তারা নাবে আল-গাজাল এলাকায় কৃষকদের জমিতে অনধিকার প্রবেশ করেন এবং ভেড়াপালকদের ওপর আক্রমণ চালান।
ইসরায়েলি আক্রমণে ইতোমধ্যে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের বেশিরভাগই গাজাবাসী।
এ আক্রমণে গাজার আবাসিক এলাকার অর্ধেকের বেশি ধ্বংস হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৪ লাখের মতো ফিলিস্তিনি।