প্যারিসে নিলামে নেপোলিয়নের টুপি বিকোলো ২.১ মিলিয়ন ডলারে
১৯ শতকে ফরাসি সাম্রাজ্য শাসন করার সময় নেপোলিয়ন বোনাপার্টের পরা একটি টুপি প্যারিসে নিলামে ২.১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।
বিভারের চামড়ার তৈরি কালো রংয়ের বাইকর্ন টুপিটি সাড়ে ছয় লাখ থেকে আট লাখ ৭৩ হাজার ডলারে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল।
টুপিটি যিনি কিনেছেন তিনি নিজের নাম-পরিচয় গোপন রেখেছেন।
ঐতিহাসিকদের মতে, নেপোপিলয়নের এ টুপিটি তার ব্র্যান্ডের অংশ হয়ে উঠেছিল। যুদ্ধক্ষেত্রে মাথায় একপাশ করে টুপিটি পরলে তাকে আলাদা করে চেনা যেত।
নেপোলিয়ন তার জীবনে মোট ১২০টি বাইকর্ন স্টাইলের টুপি ব্যবহার করেছিলেন।
তবে শেষ পর্যন্ত কেবল ২০টি টুপি টিকে রয়েছে। সেগুলোর অনেকগুলো আবার ব্যক্তিগত সংগ্রহের অংশ।
নেপোলিয়নের ব্যবহৃত আরও কিছু জিনিসও টুপিটি সঙ্গে বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে।
তবে নিলামকারীরা বলছেন, সমঝদার সংগ্রাহকদের জন্য টুপিটি একটি মহার্ঘ বস্তু।
প্যারিসের ওসেনাত নামক একটি অকশন হাউজ এ নিলামের আয়োজন করেছে। নিলামকারী জ্যঁ পিয়ে ওসেনাত বলেন, 'সব জায়গায় মানুষ এ টুপি চিনত। যুদ্ধক্ষেত্রে তারা যখন টুপিটা দেখত, বুঝত নেপোলিয়ন সেখানে উপস্থিত।'
তিনি আরও জানান, ব্যক্তিগত সময়ে নেপোলিয়ন টুপিটি কখনো মাথায় বা হাতে রাখতেন, আবার কখনোবা মেঝেতে ফেলে রাখতেন।