ইসরায়েল-হামাস যুদ্ধ: নিহতের সংখ্যা ১৪ হাজার ছাড়াল
অবরুদ্ধ গাজায় টানা দেড় মাস ধরে চলা নির্বিচার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে।
গাজার সরকারি তথ্যমতে, ৭ অক্টোবর থেকে শুরু করে গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ১৪ হাজার ১০০ জন। এদের মধ্যে শিশু পাঁচ হাজার ৬০০ এবং নারীর সংখ্যা সাড়ে তিন হাজার।
অন্যদিকে ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকষ্মিক হামলায় নিহত হয় এক হাজার ২০০ জন।
হামাস জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় ইসরায়েল গাজায় চার দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। চুক্তির অংশ হিসেবে এ সময়ের মধ্যে গাজা উপত্যকা থেকে ৫০ বন্দীকে এবং ইসরায়েলের কারাগারে আটক দেড়শ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, 'চুক্তির অর্থ এই নয় যে যুদ্ধ বন্ধ হবে'। বিরতির পর ইসরায়েলি বাহিনীর তৎপরতা আবারও শুরু হবে।
এর আগের রাতে বিভিন্ন সময়ে খান ইউনিস এলাকা ও ইন্দোনেশিয়ান হসপিটালসহ গাজা উপত্যকার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) তথ্যমতে, ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫ জন ফিলিস্তিনি সাংবাদিকসহ অন্তত ৫০ জন সাংবাদিক নিহত হয়েছে।
সংস্থাটি বলছে, ১৯৯২ সালে তথ্য সংরক্ষণ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলার প্রথম চার সপ্তাহ ছিল সাংবাদিকদের জন্য আগের যেকোনো সময়ের চেয়ে বেশি মারাত্মক।