জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের প্রস্তাব নিয়ে কাজ করছে মালয়েশিয়া
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির আনোয়ার জানিয়েছেন, তার দেশ একটি কোর-গ্রুপের সঙ্গে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের প্রস্তাবের খসড়া প্রণয়নে কাজ করছে। এই প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে প্রমাণিত হলে, তাদের জাতিসংঘ সদস্য পদ থেকে অপসারণের বিষয়টি বিবেচনা করা হবে।
সোমবার (৪ নভেম্বর) মালয়েশিয়ার সংসদে প্রধানমন্ত্রী মাহাথির আনোয়ার বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে জমা দেওয়ার জন্য প্রস্তাবে ইসরায়েলের দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক আদালতের উপদেশমূলক মতামত চাওয়া হয়েছে। প্রস্তাবে, জাতিসংঘকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে কাজ করার অনুমতি দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত।
তিনি বলেন, 'প্রস্তাবটি আলোচনার প্রক্রিয়ায় রয়েছে এবং আমরা বিশ্লেষণ করব যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হলে ইসরায়েলকে জাতিসংঘের সদস্য পদ থেকে সরানোর সুযোগ আছে কিনা'।
আনোয়ার আরও উল্লেখ করেন, 'মালয়েশিয়া নিশ্চিত করবে যাতে এই বিষয়টি যথাযথ গুরুত্ব পায়। এবং ইসরায়েলি শাসনের বর্বরতা থামানোর পাশাপাশি ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি সহায়তা পৌঁছানোরও ব্যবস্থা করা হবে'।