শহিদুল আলমের পোস্ট ‘ইহুদিবিদ্বেষপূর্ণ’ অভিযোগ তুলে জার্মানিতে আলোকচিত্র প্রদর্শনী বাতিল
সমসাময়িক আলোকচিত্রের জার্মানভিত্তিক প্রদর্শনী 'বিনালা ফিয়ো অ্যাকটুয়েলে ফোটোঘাফি' বাতিল করা হয়েছে। প্রদর্শনীর একজন কিউরেটরের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট 'অ্যান্টিসেমেটিক' (ইহুদিবিদ্বেষপূর্ণ) হওয়ার অভিযোগে এটি বাতিল করা হয়।
জার্মানির ম্যানহাইম, লুডভিগসহাফেন ও হাইডেলবেয়ার্গ শহরে ২০২৪ সালের মার্চে প্রদর্শনীটি হওয়ার কথা ছিল। এ তিনটি শহর শহিদুল আলমের পোস্টকে 'অ্যান্টিসেমেটিক' হিসেবে বর্ণনা করেছে।
বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম প্রদর্শনীটির একজন সহকিউরেটর। আর্ট নিউজপেপার-এ সর্বপ্রথম প্রকাশিত খবর অনুযায়ী, কর্তৃপক্ষের অভিযোগ, শহিদুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু পোস্ট করেছেন 'যা অ্যান্টিসেমেটিক ও অ্যান্টিসেমেটিক কনটেন্ট হিসেবে বিবেচিত হতে পারে'। এসব পোস্টের মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি হামলাকে হলোকাস্টের সঙ্গে তুলনা এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগ রয়েছে।
ওই তিন শহরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এসব পোস্টের পর 'আলমের সঙ্গে তাদের বিশ্বাসের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে'।
আর্ট নিউজপেপার-এর খবর অনুযায়ী, স্বাগতিক ৩টি শহরের প্রদর্শনীটির আয়োজক কর্তৃপক্ষ 'ইসরায়েল ও এর অস্তিত্বের অধিকার প্রসঙ্গে জার্মানির বিশেষ ঐতিহাসিক দায়বদ্ধতা নিয়ে কিউরেটরদের সংবেদনশীল করার উদ্দেশ্যে' শহিদুল আলমসহ অপর দুই সহকিউরেটর তানজিম ওয়াহাব ও মুনেম ওয়াসিফের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে কথা বলতে অগ্রসর হয়। আলম তার বিশ্বাস সামাজিক মাধ্যমে প্রকাশ অব্যাহত রাখেন।
'[তিনি] নিজেকে একজন অধিকারকর্মী হিসেবে দেখেন এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলেন,' প্রদর্শনীর আয়োজকেরা জানান। শহিদুল আলম প্রদর্শনীতে অংশ নিতে না পারলে ওয়াহাব ও ওয়াসিফও সেখানে অংশ নেবেন না বলে জানিয়েছেন।
'বিনালা ফিয়ো অ্যাকটুয়েলে ফোটোঘাফি ও এর আয়োজকদের ওপর এ বাতিলের প্রভাব সুদূরপ্রসারী,' বলেছে আয়োজক দল। বাতিলের এ সিদ্ধান্ত 'সম্পূর্ণ প্রদর্শনীটির ভবিষ্যতের ঝুঁকিতে ফেলেছ' বলে মন্তব্য করে এটি।