বিপুল দক্ষ কর্মীর চাহিদা মেটাতে ভিসা আবেদনের জন্য অনলাইন পোর্টাল চালু করল জার্মানি
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/01/03/57988889_1004-ezgif.com-webp-to-jpg-converter.jpg)
ভিসা আবেদনের জন্য একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি এটিকে 'সত্যিকারের প্রশাসনিক বিপ্লব' বলে প্রশংসা করেছেন।
এই ডিজিটাল পোর্টালের উদ্দেশ্য হচ্ছে জার্মানিতে কাজ, পড়াশোনা অথবা পরিবারের সঙ্গে যোগ দিতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর সহজে প্রাপ্তি নিশ্চিত করা।
আবেদনকারীরা এখন অনলাইনে ২৮টি ভিন্ন ক্যাটাগরির মধ্যে থেকে তাদের প্রয়োজন অনুযায়ী একটি জাতীয় ভিসা নির্বাচন করতে পারবেন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সারা বিশ্বের জার্মানির ১৬৭টি ভিসা অফিসে নতুন এই পোর্টালটি পাওয়া যাবে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক নতুন ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, এই সংস্কার 'অনেকদিনের প্রতীক্ষিত'।
বেয়ারবক বলেন, প্রতি বছর জার্মানিতে কমপক্ষে চার লাখ দক্ষ শ্রমিকের ঘাটতি থাকে।
তিনি আরও বলেন, শুধু দীর্ঘ কাগুজে আবেদনপত্র এবং আরও দীর্ঘ ওয়েটিং পিরিয়ডের কারণে সেরা কর্মীরা এখানে আসায় পিছিয়ে পড়ুক এবং হাত গুটিয়ে বসে থাকতে বাধ্য হোক, আমরা তা মেনে নিতে পারি না।
বেয়ারবক জোর দিয়ে বলেন, অভিবাসন দেশ হিসেবে জার্মানির একটি জাতীয় ভিসা প্রক্রিয়া প্রয়োজন; যা আধুনিক, ডিজিটাল ও নিরাপদ।