৬ দেশকে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা দিচ্ছে চীন
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/11/25/_131809801_great_wall_china_getty.jpg)
মালয়েশিয়াসহ ইউরোপের পাঁচটি দেশের নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা চালু করতে যাচ্ছে চীন। অন্য দেশগুলো হলো- ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেন। খবর বিবিসির।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত এসব দেশের সাধারণ পাসপোর্টধারীরা ১৫ দিন পর্যন্ত ভিসা ছাড়াই চীনে ব্যবসা কিংবা বেড়ানোর উদ্দেশে ভ্রমণ করতে পারবেন।
শুক্রবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, বিশ্বের কাছে চীনের উচ্চ মানের অগ্রগতি তুলে ধরতেই এ উদ্যোগ।
বর্তমানে বেশিরভাগ ভ্রমণকারীদের চীনে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন পড়ে।
করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল চীন। চলতি বছরের মার্চে দেশটি আবার সব ধরনের ভিসা চালু করে।
তিন বছর ধরে চীনে ভ্রমণ নিষেধাজ্ঞা, অসংখ্য বার লকডাউন এবং বার বার করোনা পরীক্ষার প্রয়োজনীয়তাসহ কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপিত ছিল।
গত ডিসেম্বরে চীন তার জিরো-কোভিড নীতি প্রত্যাহার করে। এটি দেশটির অর্থনীতিকে বিরূপভাবে প্রভাবিত করেছিল।
মহামারির আগে প্রতি বছর চীনে কয়েক লাখ আন্তর্জাতিক দর্শনার্থীর আগমন হতো।