নিউজিল্যান্ডে ধূমপানবিরোধী আইন বাতিল করতে যাচ্ছে সরকার
নিউজিল্যান্ডে সিগারেট বা তামাক বিক্রিবিরোধী আইন বাতিল করতে যাচ্ছে দেশটির আসন্ন রক্ষণশীল সরকার। আজ সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন এ কথা জানিয়েছেন।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা এটিকে 'তামাক শিল্পের জন্য বিরাট জয়' হিসেবে আখ্যা দিয়ে এর সমালোচনা করেছেন।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের সরকার ধূমপানবিরোধী নীতি গ্রহণ করেছিল। এর উদ্দেশ্য ছিল ২০০৮ সালের পর যাদের জন্ম তাদের কাছে সিগারেট বা তামাকজাত পণ্য বিক্রি বন্ধ করা।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ধূমপান বিরোধী আইনজীবীদের কাছে নীতিটি বেশ প্রশংসিত হয়েছিল।
সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কালোবাজারির আশঙ্কা তুলে ধরে লুক্সন এ আইন বাতিল করা হবে বলে নিশ্চিত করেন।
লুক্সন স্বীকার করেন যে সিগারেট বিক্রয় থেকে সরকারের ভাল অঙ্কের রাজস্ব আয় হয়ে থাকে। তবে তিনি জোর দেন যে এর অর্থ 'কাউকে উৎসাহিত করা নয়।'
ধূমপানবিরোধী গোষ্ঠী হেলথ কোয়ালিশন আওতিয়ারো বলছে, গৃহীত নীতি থেকে পিছিয়ে যাওয়া দেশের জন্য অপমান।
গোষ্ঠীটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'এটি জনস্বাস্থ্যের জন্য একটি বড় ক্ষতি এবং তামাক শিল্পের জন্য বিশাল জয়, যার মুনাফা কিউইদের জীবনের বিনিময়ে বাড়বে।'
জাতীয় মাওরি স্বাস্থ্য সংস্থা এটিকে 'নিউজিল্যান্ডবাসীর স্বাস্থ্য ও সুস্থতার জন্য একটি বিবেকবর্জিত আঘাত' বলে অভিহিত করেছে।
লুক্সন বলেন, সিগারেটের নিষেধাজ্ঞার ফলে 'কালো বাজারের উত্থানের সুযোগ তৈরি হবে, যা অনেকাংশে করমুক্ত হবে।'
নিউজিল্যান্ডে ধূমপানকারী প্রাপ্তবয়স্কদের সংখ্যা তুলনামূলকভাবে কম, মাত্র ৮ শতাংশ। তবে জেসিন্ডা আরডার্নের সরকার দেশকে সম্পূর্ণ ধূমপানমুক্ত করার জন্য ওই নীতি গ্রহণ করেছিল।