গাজায় যুদ্ধবিরতির পর একদিনেই ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১৭৮
গাজা উপত্যকায় শুক্রবার সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর প্রথম দিনেই ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫৮৯ জন।
এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েল জানিয়েছে, তারা হামাসের ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গাজায় কোন ত্রাণবাহী গাড়ি বা জ্বালানীবাহী ট্রাক প্রবেশ করেনি। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ইউএনওসিএইচএ) জানিয়েছে, ইসরায়েল আবারও হামলা শুরু করায় আহতদের মিশরে সরিয়ে নেওয়া স্থগিত করা হয়েছে।
এদিকে, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬১ জন সাংবাদিক নিহত হয়েছে।
তাদের মধ্যে ৫৪ জন ফিলিস্তিনি, ৪ জন ইসরায়েলি এবং ৩ জন লেবাননের।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বোমাবর্ষণ এবং স্থল অভিযানের ফলে গাজার ২ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দার তিন-চতুর্থাংশেরও বেশি গৃহহীন হয়ে পড়েছে। খাদ্য, পানি এবং অন্যান্য সরবরাহের ব্যাপক ঘাটতির কারণে সেখানে মানবিক সংকট সৃষ্টি হয়েছে।