বৈচিত্র্যের জয়? খাটো চুলের মিস ফ্রান্স ২০২৪: গত ১০০ বছরে এই প্রথম
গত ১০০ বছরে এই প্রথম ফ্রান্সের সর্বোচ্চ সৌন্দর্য প্রতিযোগিতায় মিস ফ্রান্স নির্বাচিত হলেন খাটো চুলের এক তরুণী।
২০ বছর বয়সি এভ জিল জিতে নিয়েছেন মিস ফ্রান্স ২০২৪-এর খেতাব। চুলে 'পিক্সি কাট'-এর এই রমণী তার অর্জনকে বৈচিত্র্যের জয় হিসেবে অভিহিত করছেন।
তিনি দর্শকদের উদ্দেশে বলেন, 'আপনার কী হওয়া উচিত তা অন্য কেউ বলতে পারে না।'
জিল, 'দৃঢ়চেতা নারীদের মূল্যবোধ সমুন্নত রাখার' প্রতিজ্ঞা করেন। শনিবার মিস ফ্রান্স খেতাব জয়ের পর তিনি আরও বলেন, "এই প্রতিযোগিতায় সাধারণত লম্বা চুলের সুন্দরী নারীদের দেখা গেলেও আমি এই 'অ্যান্ড্রোজিনাস' চেহারাকে বেছে নিয়েছি… সকল নারী ভিন্ন এবং আমরা সবাই অনন্য।"
গণিত এবং পরিসংখ্যান বিষয়ে অধ্যয়নরত জিল প্রতিযোগিতায় ফ্রান্সের নহ-পদ-ক্যালে অঞ্চলকে প্রতিনিধিত্ব করেছেন।
তবে এই জয়ের পর সোশ্যাল মিডিয়ায় তার অতিরিক্ত হালকা গড়ন নিয়ে আক্রমণের শিকার হন জিল। এছাড়া 'ওক কালচার'কে তুষ্ট করতেই তার এই জয় বলেও মন্তব্য করেন অনেকে।
প্যারিসের বাসিন্দা ফাইন্যান্সিয়াল গবেষক ফিলিপ হারলিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ২০২৪ সালে 'মিস ফ্রান্স' রূপান্তরকামী কেউ হতে পারেন বলেও উষ্মা প্রকাশ করেন।
এদিকে জিল তার চুল নিয়ে সমালোচনার বিষয়ে বলেন, এতে তার তেমন কিছু যায় আসে না, আর তিনি চাইলেই তার চুলের ধরন পাল্টে ফেলতে পারবেন। কিন্তু শারীরিক গঠন বা শরীরবৃত্তীয়ক্রিয়া কারও হাতে থাকে না এবং তা নিয়ে সমালোচনাকে তিনি নিন্দা জানিয়ে ফ্রান্সের একটি দৈনিকে বক্তব্য দেন।
জিল আরও বলেন, তিনি তার এই প্ল্যাটফর্মকে শিশুদেরকে গণিত ও বিজ্ঞানশিক্ষার প্রতি আরও উৎসাহিত করার কাজে লাগাতে চান। তিনি তরুণ ছেলেমেয়েরা যাতে গণিতকে জটিল কিছু মনে না করে সে প্রচেষ্টায় কাজ করে যেতে চান।
নতুন নিয়মে 'আধুনিক' সৌন্দর্য প্রতিযোগিতা
দ্বিতীয়বারের মতো নানান পরিবর্তিত নিয়মে প্রতিযোগীদের মধ্যে আরও বৈচিত্র্য নিয়ে আয়োজন করা হয় এ বছরের মিস ফ্রান্স।
পুরোনো অনূর্ধ্ব ২৪ বছর বয়স সীমারেখা, বিবাহিত এবং ট্যাটুর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এ বছরের আয়োজনে। এছাড়া ২০১৯ সালে ট্রান্সজেন্ডার ব্যক্তিদেরও অনুমতি দেওয়া হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণের।
এভ জিল জানান, তিনি তার ছোট চুলের জন্য পরিচিতি পেতে চাননা। বরং তিনি একজন শক্তিশালী নারী হিসবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। তিনি জনগণকে বোঝাতে চান যে নারী বৈচিত্র্যময়; তারা সকলেই সুন্দর, ব্যতিক্রম এবং অনন্য।