মানব পাচার? নিকারাগুয়াগামী ৩০০ ভারতীয় যাত্রীর বিমান আটকাল ফ্রান্স, গন্তব্য ছিল আমেরিকা-কানাডা!
মানব পাচারের সন্দেহে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় ভাট্রি বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানকে আটকে রাখা হয়েছে। বিরতির জন্য অবতরণ করার পর বিমানটিকে আর উড়তে দেওয়া হয়নি। ওই বিমানে ছিলেন ৩০৩ জন ভারতীয়। দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ফরাসি সংবাদমাধ্যমের তথ্যানুসারে, এয়ারবাস এ৩৪০ বিমানটি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় যাচ্ছিল।
গত বৃহস্পতিবার ভাট্রি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এরপর 'অজ্ঞাত উৎস থেকে সতর্কবার্তা' পাওয়ার পর সেটিকে আর উড্ডয়ন করতে দেওয়া হয়নি। বিমানবন্দরটি ফ্রান্সের রাজধানী প্যারিস প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
পুলিশ বিমানবন্দরটিকে ঘিরে রেখেছে। এর ফলে আটক আছেন ওই বিমানে থাকা শতাধিক ভারতীয়।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাত উৎস থেকে তারা সতর্কবার্তা পায় যে বিমানটিতে করে 'মানব পাচার করা হচ্ছে'।
এদিকে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফ্রান্সের স্থানীয় কর্মকর্তারা জানান, কোন পরিস্থিতিতে এবং কী উদ্দেশ্যে ভ্রমণ করা হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। যাত্রীদের কয়েকজন অবৈধ অভিবাসী বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
বার্তা সংস্থা এএফপি জানায়, কর্মকর্তারা সন্দেহ করছেন, যুক্তরাষ্ট্র বা কানাডায় অবৈধভাবে প্রবেশের জন্য যাত্রীরা মধ্য আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
এ ঘটনায় দুই যাত্রীকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদন্ত করছে।
এসবের মাঝেই রোমানিয়ান এয়ারলাইন প্রতিষ্ঠান লেজেন্ড এয়ারের আইনজীবী কথা বলেছেন ফরাসি প্রশাসনের সাথে। লেজেন্ড এয়ারের আইনজীবী দাবি করেছেন, সংস্থাটি বিশ্বাস করে, তারা কোনো অপরাধ করেনি। তদন্তকারীদের সাহায্যর আশ্বাসও দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া লেজেন্ড এয়ারকে অভিযুক্ত করে মামলা দায়ের হলে তারাও পাল্টা আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টির গভীরে গিয়ে তদন্ত শুরু করা হয়েছে। সেই বিমানে থাকা যাত্রীদের খেয়ালও রাখা হচ্ছে।