যুক্তরাষ্ট্রের হামলার পর কঠোর প্রতিক্রিয়ার অঙ্গীকার করল হুথিরা
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলার ঘটনায় গোষ্ঠীটি বলেছে, তারা হামলাকারীদের ছেড়ে কথা বলবে না। গত শনিবার যুক্তরাষ্ট্র আবারও হামলা চালানোর পর 'কড়া জবাবের' হুঁশিয়ারি দিয়েছে হুথিরা।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে দ্বন্দ্ব-সংঘাতের উদ্বেগ ছড়িয়ে পড়ে। হুথিদের বিরুদ্ধে হামলা এ উদ্বেগ আরো বাড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লোহিত সাগরে হুথিদের হামলার বিষয়ে ইরানকে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা এটি ব্যক্তিগতভাবে পাঠিয়েছি এবং আমরা আত্মবিশ্বাসী যে আমরা ভালোভাবে প্রস্তুত রয়েছি।'
বৃহস্পতিবার রাতে হুথিদের অন্তত ২৮টি অবস্থানে যুক্তরাজ্যের সাথে যৌথ হামলার একদিন পর হুথিদের একটি রাডার সাইটকে লক্ষ্য করে একাই হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হুথির মুখপাত্র নাসরুলদীন আমের আল জাজিরাকে বলেছেন, এ হামলার 'কড়া ও কার্যকর প্রতিক্রিয়া' জানাবে তারা।
হুথির আরেক মুখপাত্র মোহাম্মদ আবদুলসালাম রয়টার্সকে বলেছেন, রাজধানী সানাসহ আরো কিছু অবস্থানে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে, তাতে লোহিত সাগরে ও আরব সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলায় গোষ্ঠীটির সক্ষমতার ওপর কোনো প্রভাব পড়েনি।
তবে পেন্টাগন বলছে, মার্কিন-ব্রিটিশ যৌথ হামলা হুথিদের সক্ষমতার ওপর 'উল্লেখযোগ্য প্রভাব' ফেলেছে।