যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে হুথিদের হামলা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গতকাল সোমবার লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমনকি জাহাজেরও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজ এম/ভি জিব্রাল্টার ঈগলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
ইরানসমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সংঘাতের মধ্যে এটিই সর্বশেষ হামলা।
মার্কিন সেন্ট্রাল কমান্ড সোমবার জানিয়েছে, মার্কিন সৈন্যরা লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে জাহাজ চলাচলের লেনের দিকে আসতে থাকা একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। কিন্তু ক্ষেপণাস্ত্রটি ব্যর্থ হয়ে ইয়েমেনেই আছড়ে পড়ে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর হামাসের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বা ইসরায়েলগামী জাহাজগুলোতে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে হুথিরা। জবাবে গত বৃহস্পতিবার ইয়েমেনে হুথিদের অন্তত ২৮টি অবস্থানে আকাশ ও নৌপথে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এতে অন্তত পাঁচজন নিহতও ছয়জন আহত হয়। এর একদিন পর যুক্তরাষ্ট্র একাই আরেকবার হুথিদের বিরুদ্ধে হামলা করে।
উভয়পক্ষের এই সংঘাতের কারণে গাজা-ইসরায়েল যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া বিস্তৃত যুদ্ধের আশঙ্কা আরো বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে লোহিত সাগরে যুক্তরাজ্য ও মার্কিন সৈন্যবাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালায়।
গত রবিবার (১৪ জানুয়ারি) লোহিত সাগরের দক্ষিণাঞ্চল থেকে ইউএসএস লাবুন নামের যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুথিরা। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান হামলাটি ঠেকিয়ে দেয়।