রাম মন্দির উদ্বোধনের আচার: ‘মেঝেতে ঘুমাচ্ছেন, ডাবের পানি পান করছেন’ নরেন্দ্র মোদি
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে অংশ নেওয়ার আগে বেশকিছু নিয়মকানুন ও আচার কঠোরভাবে পালন করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মন্দিরের উদ্বোধনের জন্য তিনি কঠোরভাবে 'যাম নিয়ম' পালন করছেন বলে একাধিক সূত্রের বরাতে জানিয়েছে এনডিটিভি।
মন্দির উদ্বোধনের আগের ১১ দিন ধরে এ নিয়ম পালন করবেন মোদি। এ আচারের অংশ হিসেবে প্রাণায়াম ও বিশেষ 'সাত্ত্বিক' খাবারের মাধ্যমে দেহ ও মন শুদ্ধ করতে হয়। সাত্ত্বিক আহারে পেঁয়াজ, রসুনসহ অনেক খাবার খাওয়া যায় না।
সূত্র জানিয়েছে, মোদি মেঝেতে কেবল কম্বল পেতে ঘুমাচ্ছেন এবং খাবার হিসেবে শুধু ডাবের পানি খাচ্ছেন।
গত ১২ জানুয়ারি থেকে মোদির এ আচার পালন শুরু হয়েছে। ২২ জানুয়ারি মন্দিরের 'প্রাণপ্রতিষ্ঠা'র পূজা করবেন খোদ তিনি। প্রাণপ্রতিষ্ঠার মূল মঙ্গলাচরণগুলো সম্পন্ন করবেন পুরোহিত লক্ষ্মীকান্ত দিক্ষিত ও তার দল।
প্রসঙ্গত, মন্ত্রপাঠ করে প্রতিমায় 'প্রাণসঞ্চার'কে প্রাণপ্রতিষ্ঠা বলা হয়। যেকোনো মন্দিরে প্রতিমা থাকলে তার অবশ্যই প্রাণপ্রতিষ্ঠা করতে হয়।
এর আগে গত রাতে অযোধ্যার রাম মন্দিরে রামলালা নামক দেবতা রামের একটি কালোপাথরের বিগ্রহ প্রবেশ করানে হয়েছে।
ভারত ও তার বাইরের ১১ হাজারের বেশি অতিথি এ মন্দির উদ্বোধন প্রত্যক্ষ করবেন।