হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশ তেলবাহী জাহাজে আছেন বাংলাদেশি ক্রু
এডেন উপসাগরে ব্রিটিশ তেলবাহী ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী হুথি গোষ্ঠী। ভারতীয় নৌবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ঐ জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি ক্রু রয়েছেন।
হামলার ঘটনায় জাহাজে আগুন লেগে গিয়েছে। এক্ষেত্রে জাহাজটির কাছ থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর সহযোগিতার জন্য দ্রুত এগিয়ে এসেছে ভারতীয় নেভির ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম।
এদিকে ইয়েমেনি মুভমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা 'মার্কিন-ব্রিটিশ আগ্রাসনের' প্রতিক্রিয়ায় গতকাল (শুক্রবার) হামলাটি চালিয়েছে।
ভারতীয় যুদ্ধজাহাজটি তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
এদিকে গত ১৮ জানুয়ারি ভারতীয় ক্রু সদস্যসহ একটি বাণিজ্যিক জাহাজ এডেন উপসাগরে ড্রোন আক্রমণের শিকার হয়। ঠিক এই ঘটনার পরেই নিরাপত্তা নিশ্চিতে ভারত আইএনএস বিশাখাপত্তনম মোতায়েন করেছিল।
এদিকে তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর পর এর প্রতিশোধ নিতে শনিবার ইয়েমেনের রাস ইসা বন্দরে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এই বন্দরে ইয়েমেন তেল রপ্তানির সবচেয়ে বড় টার্মিনালটি রয়েছে।
রাস ইসা বন্দরে মার্কিন ও ব্রিটিশ বাহিনীর হামলার তথ্য জানিয়েছে হুথি সংবাদমাধ্যম আল-মাসিরা টেলিভিশন। তবে হামলায় বন্দরটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানায়নি টিভি চ্যানেলটি।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে ইরান-সমর্থিত হুথিরা লোহিত সাগরের মধ্য দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। মূলত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর দিয়ে চলাচল করা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে তারা হামলা চালাচ্ছে।