ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র
ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইয়েমেনের অস্ত্র গুদাম ও ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে বি-২ স্পিরিট বোমারু বিমান দিয়ে আক্রমণ চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, "যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এবং নৌবাহিনীর ব্যবহৃত অস্ত্রের পাশাপাশি বি-২ স্পিরিট লং-রেঞ্জ স্টেলথ বোমারু বিমানও এই অভিযানের অংশ ছিল।"
এদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় পাঁচটি ভূগর্ভস্থ অস্ত্র গুদামে হামলা চালিয়েছে।
অস্টিন বলেন, "এই অভিযান দেখিয়েছে যে, যুক্তরাষ্ট্র যেকোনো সুরক্ষিত বা গভীরভাবে মজুদ করা স্থাপনাগুলোকেও আক্রমণ করতে সক্ষম।" তিনি আরও বলেন, "বি-২ স্পিরিট বোমারু বিমানের ব্যবহার আমাদের বৈশ্বিক আক্রমণ ক্ষমতা প্রকাশ করে, যা যেকোনো সময়, যেকোনো জায়গায় লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে।"
লয়েড জানিয়েছেন, হুথিদের প্রতিহত করতে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে তিনি এই হামলার অনুমোদন দিয়েছেন। হামলায় এমন স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে, যেখানে জাহাজ আক্রমণের জন্য ব্যবহৃত অস্ত্রের উপাদান মজুদ ছিল।
অস্টিন আরও বলেন, "হুথিদের পরিষ্কার বার্তা দেওয়া হবে যে, তাদের অবৈধ এবং দায়িত্বহীন আক্রমণের পরিণতি তাদেরই ভোগ করতে হবে।"
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হামলার লক্ষ্যবস্তুতে মিসাইল, অস্ত্রের উপাদান এবং সামরিক ও বেসামরিক জাহাজে ব্যবহৃত অন্যান্য গোলাবারুদ মজুদ ছিল।
মার্কিন একজন কর্মকর্তা জানান, এই প্রথমবার হুথিদের বিরুদ্ধে বি-২ স্পিরিট বোমারু বিমান ব্যবহার করা হয়েছে, যা আগের ব্যবহৃত ফাইটার জেটের তুলনায় অনেক বেশি ভারী বোমা বহনে সক্ষম।
এই আক্রমণটি এমন এক সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা বাজছে। লেবাননে হিজবুল্লাহ ও গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে। ধারণা করা হচ্ছে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবও খুব শীঘ্রই দিতে পারে নেতানিয়াহু'র সরকার।